সোমবার রাতে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তাঁর প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, দুই দিনাজপুর নিয়ে করণদিঘিতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি মালদহে যাবেন। রাতে সেখানেই থাকার কথা তাঁর। আজ নজর থাকবে মুখ্যমন্ত্রীর ওই সফরের দিকে।।
রবিবার রাতে ‘ভুল বোঝাবুঝি’র জেরে নিরীহ, নিরস্ত্র ৬ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা। তার পরে দেহ নিতে আসা গ্রামবাসীদের উপরে আরও এক প্রস্ত গুলিচালনা। সেই ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। তার পর গ্রামবাসীদের পাল্টা আক্রমণে হত সেনার এক প্যারা কমান্ডো। আবার সোমবার বিকেলে উত্তেজিত জনতা আসাম রাইফেলসের শিবিরে হানা দিলে তৃতীয় দফায় সংঘর্ষ। তাতে অন্তত ২ জন নিহত হন বলে জানা যায়। অগ্নিগর্ভ নাগাল্যান্ডের মন জেলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ১৬। জখম বহু। উত্তেজনা এড়াতে রাজ্য সরকার মন জেলায় মোবাইল ইন্টারনেট, ডেটা পরিষেবা, এসএমএস পরিষেবা বন্ধ করে দেয়। মন জেলায় জারি হয়েছে ১৪৪ ধারা। আজ জাতীয় মানবাধিকার কমিশনের ওই রাজ্যে যাওয়ার কথা। ফলে নজর থাকবে সে দিকেও।