Advertisement
০৮ অক্টোবর ২০২৪
Accident

ডুবল বাংলাদেশি ট্রলার, উদ্ধার ১২ জন মৎস্যজীবী

শনিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায় পৌঁছে দেওয়া হয়। পরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয় স্থানীয় হাসপাতালে। সকলে সুস্থ আছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।

উদ্ধার হয়েছেন এই মৎস্যজীবীরা।

উদ্ধার হয়েছেন এই মৎস্যজীবীরা। ছবি: সমরেশ মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
কাকদ্বীপ শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৮
Share: Save:

সমুদ্রে দুর্ঘটনায় পড়া একটি বাংলাদেশি ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করলেন এ দেশের মৎস্যজীবীরা। বুধবার রাতে সুন্দরবনের কেঁদো দ্বীপ থেকে আরও দক্ষিণে ভারত-বাংলাদেশের জলসীমানার কাছে উল্টে যায় ট্রলারটি। ২৪ ঘণ্টারও বেশি সমুদ্রে ভেসেছিলেন বাংলাদেশি মৎস্যজীবীরা। শুক্রবার ভোরে সমুদ্র থেকে ফেরার পথে ‘এফবি পারমিতা’ নামে একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেন।

শনিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায় পৌঁছে দেওয়া হয়। পরে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয় স্থানীয় হাসপাতালে। সকলে সুস্থ আছেন বলেই হাসপাতাল সূত্রের খবর। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও নালাভাট বলেন, “উদ্ধার হওয়া মৎস্যজীবীদের আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।”

‘এফবি কৌশিক’ নামে বাংলাদেশের ওই ট্রলারের মাঝি মহম্মদ সরিফ বলেন, “আচমকা ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। আমরা কোনও রকমে ট্রলারের বাঁশের খুঁটি ধরে ভাসছিলাম। কেউ কাউকে ছেড়ে যাইনি। তবে ইব্রাহিম তালুকদার নামে আমাদের এক জনকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে খবর দিয়েছি।” কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “প্রশাসনের কাছে আমাদের আবেদন, বাংলাদেশি মৎস্যজীবীরা যেন নিরাপদে দেশে ফিরতে পারেন।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE