আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের নতুন কর্মসমিতির প্রথম বৈঠক রয়েছে। ওই বৈঠকে বিধাননগর, আসানসোল, চন্দননগরের মেয়রদের নাম ঠিক হওয়ার কথা। পাশাপাশি ওই বৈঠকে দলের পদাধিকারীদের নাম ঘোষণা হতে পারে। বিকেল ৪টে নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
উত্তরপ্রদেশের ভোট-বুক
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আনন্দবাজার অনলাইনের বিশেষ নির্বাচনী পরিক্রমার দিকে আজ নজর থাকবে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ভোট-বুক থাকবে হাথরসের সেই পরিবারের খবর।
গ্ৰুপ-সি মামলা হাই কোর্টে
গ্ৰুপ-সি মামলায় হাই কোর্টের একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। আজ ওই মামলাটির শুনানি হতে পারে উচ্চ আদালতে।
গ্রাফিক- সনৎ সিংহ।
রঞ্জি ট্রফি
আজ রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। বাংলা বনাম বরোদার ম্যাচের দ্বিতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ কলকাতার ইডেন গার্ডেন্সে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
আবহাওয়ার খবর
রাজ্যে ক্রমশ বাড়ছে তাপ, কমছে ঠান্ডা। এ বছরের মতো শীতের বিদায় নিচ্ছে বলে জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা একই থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে।
রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে করোনা সংক্রমণ পর পর দু'দিন কিছুটা বাড়ল। বৃহস্পতিবার রাজ্যে সংক্রমণ ৪০০ ছাড়িয়ে গিয়েছে। তার আগে আক্রান্তের সংখ্যা কমই ছিল। আজ কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।