Advertisement
E-Paper

এসি বিকল, বাগডোগরায় বিমানে বিক্ষোভ যাত্রীদের

যদিও, শেষ পর্যন্ত যাত্রীদের প্রবল আপত্তিতে পিছু হটতে বাধ্য হন তিনি। ওড়ার আগে রানওয়ে থেকে ফিরে আসেন বিমানটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ১৮:৪৬
বিমানের ভিতর যাত্রীরা। নিজস্ব চিত্র।

বিমানের ভিতর যাত্রীরা। নিজস্ব চিত্র।

কেউ উঠেছেন প্রথমবার। কেউ আবার মাঝে মাঝে বিমান সফরে অভ্যস্ত। কিন্তু, সোমবার এক বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী থাকলেন সবাই।

আজ দুপুর ২.৫০ নাগাদ বাগডোগরা থেকে কলকাতার পথে যাত্রা করার কথা ছিল স্পাইসজেটের এসজি ৬২৬ বিমানটির। ১৮৬ জন যাত্রী ছিলেন বিমানটিতে। বন্দরে দাঁড়িয়ে থাকার সময়েই যাত্রীরা টের পান, বিমানের এসি কাজ করছে না। বিমানকর্মীদের কাছে বিষয়টি জানানও তাঁরা। অভিযোগ, যাত্রীদের কথায় শুনতে চাননি পাইলট বা বিমানের অন্য কর্মীরা। উল্টে, বিমানের ভিতর চিৎকার করলে পুলিশ ডাকার হুমকি দেন পাইলট। সেই অবস্থাতেই বিমান টেক অফের তোড়জোড় শুরু করেন পাইলট।


বাগডোগরা বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা। নিজস্ব চিত্র।

যদিও, শেষ পর্যন্ত যাত্রীদের প্রবল আপত্তিতে পিছু হটতে বাধ্য হন তিনি। ওড়ার আগে রানওয়ে থেকে ফিরে আসেন বিমানটি।

আরও পড়ুন: পাঁচতারা হোটেল, অবৈধ সুযোগ-সুবিধা কেন? মন্ত্রীদের ধমক মোদীর

হুগলির চন্দননগর গভঃ কলেজের সমাজ বিজ্ঞানের অধ্যাপক রোদ্দুর দে ওই বিমানেই কলকাতা ফিরছিলেন। তিনি বলেন, ‘‘এসি খারাপ থাকায় খুব শ্বাসকষ্ট হচ্ছিল। প্রথমে বিমান কর্তৃপক্ষ কিছু শুনতে চাননি। শেষ পর্যন্ত আমাদের প্রতিবাদে তাঁরা পিছু হটেন।’’ বিমানের অপর যাত্রী সৌমিত্র বিশ্বাস কথায়, ‘‘প্রায় ৪৫ মিনিট বাগডোগরা বিমানবন্দরে আমাদের বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত এসি ঠিক করে বিকেল পাঁচটা নাগাদ কলকাতার পথে রওনা হয় বিমানটি।’’

এ দিন এসি বিকল থাকার খবর স্বীকার করে নিয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ওষুধে বছরে ২ কোটি, দিশাহারা পরিবার

বিমানটির কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার কথা ছিল। এই বিভ্রাটের কারণে, চেন্নাই যাত্রা বাতিল করা হয়।

Spicejet Flight AC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy