Advertisement
২০ এপ্রিল ২০২৪
Malda

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত দুই বাঙালি শ্রমিককে ঘরে ফেরালেন মমতা

স্থানীয় সূত্রে খবর, আহত দুই শ্রমিক আনিকুল ইসলাম এবং নাজিবুল আলম মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের মালতিপুর বিধানসভা এলাকার বাসিন্দা।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১২:১৩
Share: Save:

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত দুই বাঙালি শ্রমিককে ঘরে ফিরিয়ে তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের বাসিন্দা ওই দুই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

স্থানীয় সূত্রে খবর, আহত দুই শ্রমিক আনিকুল ইসলাম এবং নাজিবুল আলম মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের মালতিপুর বিধানসভা এলাকার বাসিন্দা।

আনিকুলদের পরিবার জানিয়েছে, মাসখানেক আগে রাজমিস্ত্রির কাজ করতে কাশ্মীরে গিয়েছিলেন ওই দু’জন। তবে ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কাশ্মীরের বদগাম জেলায় জঙ্গিদের গুলিতে আহত হন। ঘটনার সময় ওই দুই শ্রমিক রান্না করছিলেন। সে সময় জঙ্গিদের গুলিতে আহত হন।

প্রশাসনের তরফে খবর পেয়ে ভিন‌ রাজ্যে আহত দুই শ্রমিককে এর পর ঘরে ফেরানোয় উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদহ-ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিমানে করে আহত দুই শ্রমিককে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এর পর ট্রেনে তাঁদের মালদহে আনা হয়।’’ মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিমানে করে কলকাতায় ফেরানোর পর দুই শ্রমিককে গৌড় এক্সপ্রেস ট্রেনে মালদায় নিয়ে আসা হয়েছে। এর পর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।’’

আহতদের দেখতে হাসপাতালে যান কৃষ্ণেন্দুনারায়ণ। তিনি বলেন, ‘‘ওই শ্রমিকদের প্রথমে জরুরি বিভাগে দেখানো হয়েছিল। তার পর ট্রমা ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা দেখলাম সিরিয়াস। হাড়ও ভেঙে গিয়েছে। দু’জনের পরিবারকে সরকারি সাহায্যের পাশাপাশি দলীয় ভাবে দেখাশোনা করব আমরাও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malda injured Millitants kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE