তুমুল বচসার পরে রক্তারক্তি কাণ্ড। ভাইকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন দাদা। বুধবার এই ঘটনায় শোরগোল দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার স্বরাচি গ্রামে। নিহতের নাম সাজিদ সর্দার (২১)। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাকিব সর্দার ও রশিদ সর্দার। দু’জনেই মৃতের দাদা বলে স্থানীয় সূত্রে খবর।
বুধবার সকালে বাড়ির কিছু কারণ নিয়ে সাজিদ ও তাঁর স্ত্রীর কথা কাটাকাটি শুরু হয়। বিবাদে উত্তপ্ত হয় পরিস্থিতি। সেই সময় বধূ তাঁর ছোট ভাসুর অর্থাৎ, সাজিদের দাদা রশিদ সর্দারকে ডাকেন। রাগের মাথায় রশিদ বাঁশ হাতে নিয়ে হাজির হন সেখানে। অভিযোগ, তিনি ওই বাঁশ দিয়ে ভাইয়ের মাথায় সজোরে আঘাত করেন। তাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাজিদ। সাজিদের আরও এক দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
সাজিদের শারীরিক পরিস্থিতি দেখে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন যুবককে। খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় তারা। আটক করা হয় মৃতের দুই সহোদরকে। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হত্যার মূলে রয়েছে দীর্ঘ দিনের পারিবারিক অশান্তি। যদিও অশান্তির সঠিক কারণ এখনও জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গ্রামবাসীরা এমন ঘটনায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করবে তারা।