বছর দুয়েক আগে বিয়ে হয়েছে। জমকালো ছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু সংসার করার শুরুতেই ধাক্কা। বধূর অভিযোগ, ননদের সঙ্গে স্বামীর ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে। তিনি প্রতিবাদ করায় দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন। বাপের বাড়িতে এসেও নিস্তার মেলেনি। ‘প্রভাবশালী’ স্বামী বাড়ি বয়ে এসে মারধর করে গিয়েছে। ঘটনায় আতঙ্কিত বরাহনগরের বধূর বাপের বাড়ির লোকজন। প্রশাসনের সাহায্য চাইছেন তাঁরা। বধূর অভিযোগ, শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু স্বামীর প্রভাবে পুলিশ কাউকেই কিছু বলেনি।
স্থানীয় সূত্রে খবর, বরাহনগরের বাসিন্দা রিয়া হাজরা ও হাওড়ার যুবক শুভজিৎ হাজরার বিয়ে হয়েছে ২ বছর। রিয়ার অভিযোগ, শুভজিতের সঙ্গে তাঁরই দিদির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জানতে পেরে তিনি প্রতিবাদ করেন। কিন্তু প্রতিবাদের মাশুল দিতে হচ্ছে এখনও। রিয়া বলেন, ‘‘আমায় মাটিতে ফেলে নৃশংস ভাবে মারধর করেছে স্বামী। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছেন শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্য। কেউ বাধা দেননি স্বামীকে। আমাকে বাঁচাতে আসেননি কেউ।’’ তিনি জানান, দিন কয়েক আগে হাওড়ার সালকিয়ার শ্বশুরবাড়ি ছেড়ে বরাহনগরে বাপের বাড়ি চলে এসেছেন। তার আগে শ্বশুরবাড়ির সকলের নামে মালিপাচঘরা থানায় অভিযোগ করেছিলেন। তাতে হিতে বিপরীত হয়েছে।
আরও পড়ুন:
রিয়ার কথায়, ‘‘স্বামী প্রভাবশালী হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এখন বরাহনগরে বাড়িতে এসে আমার বাবাকে মারধর করেছে স্বামী।’’ একই অভিযোগ বধূর বাপের বাড়ির। তাঁরা জানাচ্ছেন, আতঙ্কে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন সকলে। জামাইয়ের কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ রয়েছে তাঁদের কাছে। পুলিশ-প্রশাসনের কাছে সাহায্য চায় পরিবার। অন্য দিকে, অভিযুক্তের পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।