Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bomb

ক্ষেতে পরিত্যক্ত বোমা ফেটে জয়নগরে জখম ২

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, এ দিন ওই এলাকার বাসিন্দা আমিনুদ্দিন মোল্লা ও ইব্রাহিম মোল্লা চাষের জমিতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন।

আহতদের মধ্য়ে এক জন। নিজস্ব চিত্র।

আহতদের মধ্য়ে এক জন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০০:৩৪
Share: Save:

ক্ষেতের পাশে পড়েছিল পরিত্যক্ত বোমা। তাতে হাত দিতেই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন দুই ব্যক্তি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানা এলাকার ঠাকুরেরচক গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, এ দিন ওই এলাকার বাসিন্দা আমিনুদ্দিন মোল্লা ও ইব্রাহিম মোল্লা চাষের জমিতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ক্ষেতের পাশে বোমা পড়ে থাকতে দেখে হাত দিয়ে ধরে সরাতে গেলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জোরালো শব্দ শুনে স্থানীয়রা এসে দেখেন জখম অবস্থায় ছটফট করছেন দু’জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। আমিনুদ্দিনের দু’টি হাতই মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, গোপনে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। বোমাগুলো কেউ এই এলাকায় ফেলে গিয়েছিল, নাকি বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: তৃণমূলের মঞ্চে ইউনিফর্ম পরেই সংবর্ধনা পুলিশের, প্রশ্নের মুখে বারাসতের আইসি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Joynagar Bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE