রেস্তরাঁয় খেতে গিয়ে মালকিনের হাতে আক্রান্ত হলেন দুই মহিলা খদ্দের। অভিযোগ, খাবারের মান নিয়ে প্রশ্ন করায় তাঁদের চুলের মুঠি ধরে মারধর করে বার করে দেওয়া হয়। সঙ্গীদের গালাগালি করেন রেস্তরাঁর লোকজন। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন আক্রান্তরা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে সাত বান্ধবী বেড়াতে গিয়েছিলেন ক্যানিংয়ে। তাঁদের মধ্যে এক জনের বিবাহবার্ষিকী ছিল। ওই মহিলারা জানাচ্ছেন, ঘোরাঘুরির পরে মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং রেলগেট সংলগ্ন ‘অফ সাইড ক্যাফে’ নামে এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। তখনই গন্ডগোলের সূত্রপাত। তাঁদের অভিযোগ, যে সমস্ত খাবার তাঁরা ‘অর্ডার’ করেছিলেন, সেগুলোর গুণগত মান খারাপ ছিল। এ নিয়ে রেস্তরাঁর লোকজনকে প্রশ্ন করলে তাঁরা দুর্ব্যবহার করেছেন।
আক্রান্তদের অভিযোগ, রেস্তরাঁর মালকিন কেয়া বিশ্বাস আচমকা ওই বিতণ্ডার মধ্যে ঢুকে পড়েন এবং তিনি দুই খদ্দেরের চুলের মুঠি ধরে রেস্তরাঁ থেকে টেনেহিঁচড়ে বার করে দেন। এমন ঘটনায় বাকিরা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ, খদ্দেরদের মারধর, গালাগালি করেন কেয়া।
আরও পড়ুন:
মঙ্গলবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আক্রান্ত দুই যুবতীকে। প্রাথমিক চিকিৎসার পরে গভীর রাতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও কেয়া এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।