Advertisement
২১ মে ২০২৪
Accident

স্কুলগাড়িতে ধাক্কা গাড়ির! জয়নগরে স্কুলফেরত চার ছাত্রী আহত, ভর্তি করানো হল হাসপাতালে

মঙ্গলবার বিকেলে নিমপীঠের ওই স্কুলের প্রাথমিক বিভাগের ১৫ ছাত্রী বাড়ি ফিরছিল। রাস্তায় একটি মোটরভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। তাতে আহত হয় বেশ কয়েক জন পড়ুয়া।

accident

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ২০:১৮
Share: Save:

বেহালায় ছাত্রমৃত্যুর পর আবারও দক্ষিণ ২৪ পরগনা জেলায় পথদুর্ঘটনা। এবার জয়নগরের নিমপীঠ সারদা আশ্রম বিদ্যাভবন ফর গালর্সের চার ছাত্রী গুরুতর আহত হল দুর্ঘটনায়। তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে নিমপীঠের ওই স্কুলের প্রাথমিক বিভাগের ১৫ ছাত্রী বাড়ি ফিরছিল। রাস্তায় একটি মোটরভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। তাতে আহত হয় বেশ কয়েক জন পড়ুয়া। স্থানীয়রা খুদে পড়ুয়াদের উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে চার ছাত্রী ভর্তি রয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে ১২ বছরের জুলাইকা পাইক এবং ৬ বছরের রোহানা শেখের বাড়ি বকুলতলা থানার সাহাজাদাপুর পঞ্চায়েতের হানারবাটি এলাকায়। তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর।

গুরুতর আহত হয়েছে ৭ বছরের মুসাটিকা সর্দার এবং ৫ বছরের সারুমা লস্কর নামে দুই ছাত্রী। মুসাটিকার বাড়ি বকুলতলা থানার পশ্চিম রঘুনাথপুর এবং সারুমা বকুলতলা থানার হানারবাটিরর বাসিন্দা। তাদেরও চিকিৎসা চলছে বারুইপুর মহকুমা হাসপাতালে। এই দুর্ঘটনার খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ মোটরভ্যান দুটিকে আটক করেছে। দুটি গাড়ির চালককেও আটক করেছে।

চলতি মাসেই সৌরনীল সরকার নামে এক খুদের মৃত্যু হয় পথদুর্ঘটনায়। আহত হন তাঁর বাবাও। ওই ঘটনার পর থেকে রাস্তায় রাস্তায় নিরাপত্তার বহর বেড়েছিল। কিন্তু মঙ্গলবারের এই দুর্ঘটনার পর আবারও প্রশাসনের দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা। অন্য দিকে, কী ভাবে এই দুর্ঘটনা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident school
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE