১১ বছর আগে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে ঢুকেছিলেন। বদলেছিলেন নাম-পরিচয়। ছিলেন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সোলগোয়ালিয়া এলাকায়। অবেশেষে অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের আসল নাম আমির হামজা। তবে এ দেশে ঢুকে তিনি নাম নিয়েছিলেন সঞ্জয় মণ্ডল। বছরের পর বছর বসবাস করছিলেন চম্পাহাটি এলাকায়। কী ভাবে প্রবেশ করেছিলেন আমির ওরফে সঞ্জয়?
পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন আমির। বসিরহাটের বাসিন্দা জনৈক গোষ্ঠ মণ্ডলের সহায়তায় জাল নথি তৈরি করেন। নাম পরিবর্তন করে পান ভোটার কার্ডও। তার পর বছরের পর বছর চম্পাহাটিতেই বসবাস করছিলেন। এলাকায় তিনি পরিচিত ছিলেন সাধারণ শ্রমিক হিসাবে। বিভিন্ন বিল্ডার্সের দোকানে কাজ করতেন।
আরও পড়ুন:
তদন্তে উঠে এসেছে, ধৃত আমিরের পরিবার বাংলাদেশেই থাকে। এ দেশ থেকে মাকে নিয়মিত টাকা পাঠাতেন তিনি। কিন্তু এত দিন কী ভাবে ভুয়ো পরিচয় দিয়ে নির্বিঘ্নে এ দেশের মাটিতে বসবাস করতে পারলেন তিনি, সেই প্রশ্ন উঠছে। পুলিশ এখন ধৃতের যোগাযোগের পরিধি এবং অন্য কোনও বিদেশি তাঁর সঙ্গে যুক্ত আছে কি না, খতিয়ে দেখছে।