কাপড়ের দোলনায় দোল খেতে গিয়ে দেওয়াল ভেঙে তার তলায় চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। জখম হয়েছে তার দিদি। তাকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উস্তির নাজরা মণ্ডল পাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনুষ্কা মণ্ডল (৫)। গ্রামের বরুণ মণ্ডলের বাড়ির দোতলার পুরনো ইটের দেওয়ালের সঙ্গে অন্য দিকের থামে কাপড় বেঁধে দোলনা বানিয়ে খেলছিল অনুষ্কা ও তার দিদি অঙ্কিতা। সকাল সাড়ে ১০টা নাগাদ দোল খাওয়ার সময়ে আচমকা দেওয়ালের একাংশ ভেঙে দু’জনে চাপা পড়ে। তাদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অনুষ্কাকে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। তৃতীয় শ্রেণির পড়ুয়া অঙ্কিতার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বাড়িতে যান প্রতিবেশী, তথা মগরাহাট-১ ব্লক তৃণমূলের যুব নেতা ইমরান হাসান। তিনি বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পাশে আছি।’’ পুলিশ জানিয়েছে, অঙ্কিতার অবস্থা আশঙ্কাজনক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)