কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে রায়দিঘিতে গড়ে উঠতে চলেছে নতুন আইটিআই কলেজ। ইতিমধ্যেই জায়গাও চিহ্নিত হয়েছে। সম্প্রতি চার সদস্যের একটি প্রতিনিধি দল চূড়ান্ত পর্যায়ের পরিদর্শনও সেরে গিয়েছে। কলেজ তৈরিতে আনুমানিক ১০ কোটিরও বেশি টাকা খরচ হবে। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী কারিগরি শিক্ষা দফতর। এক আধিকারিক বলেন, ‘‘আইটিআই কলেজ তৈরির আগে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শক দলও চিহ্নিত এলাকা ঘুরে এসেছে। কেবল অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু করে দেওয়া হবে।’’
গ্রামবাংলার পড়ুয়াদের মধ্যে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশ এবং প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেক মহকুমায় একটি করে পলিটেকনিক কলেজ এবং প্রতিটি ব্লকে একটি করে আইটিআই কলেজ তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবার মহকুমার কুলপি, ফলতা, মগরাহাট এবং মন্দিরবাজারে আইটিআই কলেজ গড়ে উঠলেও এত দিন রায়দিঘিতে কোনও আইটিআই কলেজ ছিল না। এ বার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ ব্লকে আইটিআই কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্য রায়দিঘির দু'নম্বর চৌদ্দোরশ্মি এলাকায় স্পোর্টস কমপ্লেক্সের কাছে ৫ একর জায়গা চিহ্নিত করা হয়েছে।
কারিগরি দফতর সূত্রের খবর, এই কলেজ তৈরি হলে অন্তত ১০টি কোর্স চালু করা হবে। একই সঙ্গে চারশোর বেশি পড়ুয়ার প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। অষ্টম শ্রেণি কিংবা মাধ্যমিক পাশ করার পরে এই কলেজে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। রায়দিঘির মতো প্রত্যন্ত এলাকায় এই কলেজ গড়ে উঠলে সুন্দরবন সংলগ্ন বহু পড়ুয়াই কারিগরি বিষয়ক বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে সঠিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে।
রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতেই আমাদের বিধানসভায় নতুন আইটিআই কলেজ গড়ে উঠতে চলেছে৷ আমরা অত্যন্ত আনন্দিত। তাঁকে অনেক ধন্যবাদ। প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা এ বার সহজেই প্রশিক্ষণ নিয়ে ভাল কাজে যুক্ত হতে পারবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)