Advertisement
E-Paper

নিয়ম ভেঙে পথে, ছবি তুলে পাঠালেই ইনাম

এ বার থেকে সাবধান। কার চোখে পড়ে যাবেন, মোবাইলে ছবি উঠে যাবে, সে ছবি পৌঁছে যাবে পুলিশের কাছে। ব্যবস্থা নেবে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৫৭
বেপরোয়া: কানে মোবাইল, চলছে গাড়ি। ফাইল চিত্র

বেপরোয়া: কানে মোবাইল, চলছে গাড়ি। ফাইল চিত্র

মোবাইল কানে গাড়ি চালানো? হেলমেট নিতে ভুলে গিয়েছেন?

এ বার থেকে সাবধান। কার চোখে পড়ে যাবেন, মোবাইলে ছবি উঠে যাবে, সে ছবি পৌঁছে যাবে পুলিশের কাছে। ব্যবস্থা নেবে পুলিশ।

আর যিনি ছবি তুলবেন? তিনি ইনাম বাবদ হাজার টাকা পাবেন!

পথ নিরাপত্তায় এমনই কড়া পদক্ষেপ করতে চাইছে বসিরহাট পুলিশ। বৃহস্পতিবার বসিরহাটে পথ নিরাপত্তায় সচেতনতা কর্মশালায় এসডিপিও আশিস মৌর্য জানান, মোবাইল কানে দিয়ে অথবা সিটবেল্ট না লাগিয়ে যদি কেউ গাড়ি চালান, তা হলে তাঁর একটি ছবি তুলে পরিবেশ বন্ধুর কাছে পাঠাতে হবে। হেলমেট ছাড়া মোটরবাইক চালককে দেখলেও ফোন করবেন। ভিডিও তুলেও পাঠাতে পারেন। পরিবেশ বন্ধুর নম্বর, ৭৫৯৬৮৭০৮৮২।’’ প্রতি ছবি পিছু মিলবে ৫-১০ পয়েন্ট। এ ভাবে ১০০ পয়েন্টে পৌঁছতে পারলেই মিলবে এক হাজার টাকা পুরস্কার, জানিয়েছেন এসডিপিও। রাজ্য সরকারের তহবিল থেকেই টাকা দেওয়া হবে।

‘পরিবেশ বন্ধু’ কে?

পুলিশ জানাচ্ছে, তাদেরই মধ্যে যাঁরা এই কর্মসূচির দেখভাল করবেন, তাঁদের বলা হচ্ছে পরিবেশ বন্ধু।

বৃহস্পতিবার স্থানীয় বোটঘাটে একটি অনুষ্ঠান বাড়িতে পথ নিরাপত্তা সচেতনতা নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা রাজ্য পরিবহণ দফতর। অনুষ্ঠানে দর্শকদের বেশির ভাগই ছিলেন বিভিন্ন গাড়ির চালক। এসেছিলেন বসিরহাটের মহকুমাশাসক নীতেশ ঢালি, আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, মহকুমা পরিবহণ আধিকারিক সঞ্জীব পাইক। কী ভাবে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে বিপদ ঘটে, কী ভাবে সাবধানে পথ চলতে হয়, সে সব ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে দেখানো হয়। অটো চালকেরা যাতে সিগন্যাল মেনে চলেন, তা নিয়ে অনুরোধ করেন বক্তারা। সঞ্জীববাবু বলেন, ‘‘২৫ টনের গাড়িতে ৬০ টন মাল নিয়ে যে সব ট্রাক চলছে, তাঁদের সাবধান করে বলা হচ্ছে, এতটা ভার বহনে রাস্তা সক্ষম নয়। ফলে আপনাদের কারণে রাস্তা ভাঙছে। ওভারলোডিং মানা হবে না।’’

road safety initiative Administration Helmet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy