বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। প্রতীকী ছবি।
পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই একই ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার বজবজে। রবিবার সন্ধ্যায় মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আপাতত ২ জনের মৃত্যুর খবর মিললেও সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকল পৌঁছেছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম জয়শ্রী ঘাটি (৬৫), পম্পা ঘাটি (১০)। ঘটনার পর তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন।
গত সপ্তাহে মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। চলছে রাজনৈতিক চাপান-উতোরও। তার মধ্যেই বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy