Advertisement
১৮ এপ্রিল ২০২৪
POlice

ভাইকে খুন করে থানায় আত্মসমর্পণ করল দাদা

ভাইকে খুনের অভিযোগে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে রিঙ্কুকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০৪:১৬
Share: Save:

থানায় এসে এ প্রান্ত থেকে ও প্রান্ত ইতস্তত ভাবে ঘুরছিল যুবকটি। রবিবার সাতসকালে নাইট ডিউটি সেরে পুলিশকর্মীদের অনেকেই তখন বাড়ির পথে। ওই যুবককে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন এক পুলিশকর্মী। তাঁকে সামনে পেয়ে যুবকটি বলে, “আমি নিজের ভাইকে খুন করেছি। বাড়িতে বডি পড়ে আছে। আমাকে গ্রেফতার করুন।” হতভম্ব পুলিশকর্মীটি তাঁকে ডিউটি অফিসারের কাছে নিয়ে যান। রিঙ্কু সাউ নামের যুবকটি টিটাগড় থানার ডিউটি অফিসারকে নিজের বাড়ির ঠিকানা বলেন। পুলিশ গিয়ে দেখে সেখানে সত্যিই পড়ে রয়েছে এক যুবকের দেহ। পুলিশ টিঙ্কু সাউ (২৫) নামের ওই যুবকের দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। ভাইকে খুনের অভিযোগে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে রিঙ্কুকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিঙ্কু মত্ত অবস্থায় বাড়ির লোকেদের প্রচণ্ড মারধর করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিঙ্কুর বাড়ি টিটাগড় গুড-শেড এলাকায়। রিঙ্কু পাড়ার মোড়ে ফুটপাতে একটি বিরিয়ানির দোকান চালান। টিঙ্কু কোনও কাজ করতেন না। মদ এবং অন্য নেশার আসক্তির জন্য তাঁকে একটি নেশামুক্তি কেন্দ্রে রাখতে হয়েছিল কিছু দিন। লকডাউনের আগে রাজ্যের বাইরে কাজে গিয়ে আটকে পড়েছিলেন তিনি। সম্প্রতি বাড়ি ফেরেন টিঙ্কু। পুলিশ জানিয়েছে, শনিবার মত্ত অবস্থায় বেশি রাত করে বাড়ি ফেরেন টিঙ্কু। মদের টাকা না পেয়ে বাড়ির লোকেদের মারধর করতে শুরু করেন। সেই সময়ে তাঁকে থামাতে টিঙ্কুর মাফলার তাঁর গলাতে চেপে ধরেন রিঙ্কু। তাতেই শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় টিঙ্কুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police Murder surrender brothers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE