সিপিএম নেতা নিহত সালাউদ্দিন হালদারকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হল না। বৃহস্পতিবার দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মথুরাপুর লালপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এ দিন সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়। এফআইআর হয়েছে লালপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মনসুর হালদার-সহ ৭ জনের নামে। পুলিশ এসে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
এ দিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, জেলা সম্পাদক শমীক লাহিড়ি। ওই এলাকার পূর্ব রানাঘাটে বাড়ি সালাউদ্দিন সিপিএমের মথুরাপুর জোনাল কমিটির সদস্য ছিলেন। কান্তিবাবু বলেন, ‘‘তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে হবে। না হলে আন্দোলন হবে। ২ এপ্রিল থানা ঘেরাও করা হবে।’’ তৃণমূল নেতা শান্তনু বাপুলি বলেন, ‘‘এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। এটা সিপিএমের অন্তর্কলহের ফল।’’
নিহতের পরিবারের দাবি, দিন কয়েক আগেও তৃণমূলের লোকজন খুনের হুমকি দেয় সালাউদ্দিনকে। অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ অভিযোগ ফিরিয়ে দেয়। এ কথা মানতে চায়নি পুলিশ। কাকদ্বীপ জেলা পুলিশ সুপার তথাগত বসু বলেন, ‘‘শীঘ্রই খুনের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।’’
এ দিন বিকেল ৪টা নাগাদ শববাহী গাড়িতে করে লালপুর পঞ্চায়েতে নিয়ে যাওয়া হয়। তখনও অবরোধ চলছে। সালাউদ্দিন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। রাস্তার দু’পাশে প্রচুর মানুষ তাঁকে দেখতে ভিড় করেন।