জাল নোট-সহ আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে বসিরহাটের একটি হোটেলে অভিযান চালিয়ে সিরাজ রিজালিসা নামে বছর পঁয়তাল্লিশের ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, তার বাড়ি মুম্বইয়ের মালাড মালনিতে।
বসিরহাট থানার আইসি গৌতম মিত্র বলেন, ‘‘বড় চক্রের সঙ্গে জড়িত সিরাজের কাছ থেকে পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এক মহিলা-সহ দলের বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’’ প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এই চক্রটি মূলত ট্রেন ও বাড়িতে লুঠপাট চালাত। সিরাজকে শুক্রবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
বসিরহাটের দন্ডীরহাটে ওই দুষ্কৃতীদের একটি ঘাঁটি ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। সম্প্রতি হাড়োয়া ও হাসনাবাদে ওষুধ স্প্রে করে বাড়ির লোকজনকে অসাড় করে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। যেগুলির সঙ্গে এই চক্রের কোনও যোগ থাকতে আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঠিক কী কারণে তারা মুম্বই থেকে বসিরহাট সীমান্তে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা-ও ভাবাচ্ছে পুলিশকে।