বৃষ্টি নেই। রোদের তাপে, গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। সে সময় হঠাৎ গ্রামে জল দেখে অবাক গ্রামবাসী। হাটে বাজারে জল ঢুকে পড়ায় বড় রকমের ক্ষতিও হল ব্যবসায়ীদের।
সম্প্রতি বসিরহাট পুরনো বাজারে বাঁধ উঁচু করা হচ্ছে। এ দিকে, অমাবস্যার কোটালে জল বাড়ছে নদীতে। ফাঁকফোঁকর গলে শনিবার থেকে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে হাটে বাজারের দোকানগুলি বন্ধ রাখতে হয়েছে। বাজারের মধ্যে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও দেখা যাচ্ছে কোমর সমান জল দাঁড়িয়ে গিয়েছে। ব্যবসায়ীরা জানান, এ দিন হঠাৎ ১টা নাগাদ বাঁধ ছাপিয়ে সব্জি বাজার, ডকঘাট এবং শ্মশান ঘাট এলাকায় জল ঢোকে। ওই বাজারের ব্যবসায়ী বিকাশ দে, অংনুপ সাহার কথায়, ‘‘শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়েই তো নদী ছাপানো জলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি নতুন কথা নয়।’’ বসিরহাটের বিদায়ী বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ব্যবসায়ীদের কথা সত্যি। বেশ কিছুটা বাঁধের কাজ শেষ হলেও সম্পুর্ণ বাঁধের কাজ শেষ হয়নি। নির্বাচন শেষ হয়ে গেলে ফের কাজ শুরু হবে।’’
উদ্দাম কৈশোর। দেগঙ্গায় সজলকুমার চট্টোপাধ্যায়ের তোলা ছবি।
অন্য দিকে, একই কারণে হিঙ্গলগঞ্জ, হাসনাবাদের কিছু জায়গাও জলমগ্ন হয়ে রয়েছে। হিঙ্গলগঞ্জ বাজার কমিটির নেতা সুশান্ত ঘোষ বলেন, ‘‘বাজারের পিছনে স্লুইস গেটের শাটার নষ্ট হয়ে গিয়েছে। গেট মেরামতের কাজ না হলে ব্যবসায়ীদের ভুগতে হবেই।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অমাবস্যার কোটালে হঠাৎ সুন্দরবন এলাকার নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। সে কারণেই জল ঢুকেছে।’’