Advertisement
E-Paper

আবার বাজি কারখানায় বিস্ফোরণ! চম্পাহাটিতে গুরুতর জখম চার, ভস্মীভূত গাছ, উড়ল বাড়ির চাল

শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে হাড়াল এলাকায়। পর পর তিন বার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে দেখা যায়, একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৩:৪১
Blast at Champahati

বিস্ফোরণের পর চম্পাহাটির ওই বাজি কারখানা। —নিজস্ব ছবি।

ফের বাজি কারখানায় বিস্ফোরণ। ঘটনাস্থল সেই দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি। শনিবার সকালে ওই ঘটনায় অন্তত চার জনের জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে হাড়াল এলাকায়। পর পর তিন বার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে দেখা যায়, একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে অ্যাসবেস্টসের ছাউনি উড়ে গিয়েছে। পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বড় গাছ। ঘটনাস্থল থেকে চার জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সকলেই বাজি বানাচ্ছিলেন বলে খবর। জখম চার জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিবিয়েছে।

আগেও চম্পাহাটিতে একই রকম ঘটনা ঘটেছে। মৃত্যুর হয়েছে। দত্তপুকুর, এগরা, বজবজ, ঢোলাহাট— সাম্প্রতিক সময়ে রাজ্যের একের পর এক অবৈধ বাজি কারখানায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তার পর থেকেই অবৈধ এবং নিষিদ্ধ বাজি উদ্ধারে সক্রিয়তা দেখায় পুলিশ। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তির পর কোনও কোনও মহল থেকে পুলিশের নজরদারি এবং সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু বার বার বিস্ফোরণের ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিশ। তারা গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, ওই বাজি কারখানার লাইসেন্স ছিল কি না। কী কারণে বিস্ফোরণ ঘটল, কোথা থেকে বিস্ফোরক এল— সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Champahati Firecracker Blast injured Baruipur Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy