আগ্নেয়াস্ত্র এবং গুলি-সমেত এক দুষ্কৃতী গ্রেফতার হুগলিতে। পুলিশ সূত্রে খবর, তারকেশ্বর থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তাঁর সঙ্গীদের খোঁজ চলছে।
গত বৃহস্পতিবার তারকেশ্বরের চাপাডাঙা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে ভয় দেখিয়ে টাকা নিয়েছিল তিন দুষ্কৃতী। অভিযোগ, তার পর তারা এক ট্রাক-চালককে পিস্তল কয়েক হাজার টাকা লুট করে। শুক্রবার দুই ঘটনাতেই তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে অভিযানে নামে তারকেশ্বর থানার পুলিশ।
পুলিশের একটি সূত্রে খবর, শুক্রবার রাতে তারকেশ্বরের আস্তারা চড়কতলা এলাকা থেকে অতনু মাইতি নামে এক যুবককে পাকড়াও করা হয়। তাঁর কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল মেলে। তা ছাড়া দুই রাউন্ড কার্তুজও পাওয়া যায়। ওই যুবকের বিরুদ্ধে চুরি-ডাকাতি-সহ বেশ কিছু অপরাধের অভিযোগ রয়েছে। এর আগেও গ্রেফতার হয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
অতনুর বাড়ি তারকেশ্বরের নাইটা মালপাহাড় পুর গ্রামপঞ্চায়েতের রানাবাঁধ এলাকায়। পুলিশি হেফাজতে চেয়ে শনিবার তাঁকে চন্দননগর মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) সব্যসাচী ঘোষ বলেন, ‘‘আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছিল পুলিশ। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।’’