ভুয়ো নথি দিয়ে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র তৈরি করে এ দেশে বসবাস করারঅভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
হরিচাঁদ মণ্ডল নামে বাংলাদেশি এক যুবক ও তারপরিবারের কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তহমিনা খাতুন নামেবাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা এক মহিলা। তিনি নিজেকে হরিচাঁদের প্রথম স্ত্রী বলে দাবি করেন। তহমিনা জানান, হরিচাঁদ পরে এক ভারতীয়কে বিয়ে করে ভারতেই থাকছেন।এ দেশে হরিচাঁদের কয়েক জন আত্মীয়ের নামেও বাংলাদেশিদের আশ্রয় দেওয়া, জালভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্যের অভিযোগ দায়ের করেন তহমিনা। অভিযোগকারিণীর দাবি,অভিযুক্তেরা তাঁকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।
পুলিশ আগেই হরিচাঁদকে গ্রেফতার করেছিল। বুধবার রাতে গাইঘাটা থানারমোড়লডাঙা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার বাবা সুজয়কে। বৃহস্পতিবার তাকে বনগাঁমহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তহমিনা বাংলাদেশ থেকে জুলাই মাসে এ দেশে পাসপোর্ট-ভিসা নিয়ে আসেন অভিযোগ দায়েরকরতে। গাইঘাটা থানায় গিয়ে লিখিত অভিযোগে তিনি জানান, হরিচাঁদের সঙ্গে তাঁর কয়েক বছর আগে বিয়ে হয়েছিল সাতক্ষীরায়।পরে তাঁকে সে দেশে রেখে সপরিবার ভারতে চলে আসে হরিচাঁদ। বর্তমানে গাইঘাটার মোড়লডাঙায়ভারতীয় এক মহিলাকে বিয়ে করে বসবাস করছে সে। বাংলাদেশি নাগরিক হয়েও জাল নথির মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র তৈরি করেছে। ভুয়োনথিপত্রের মাধ্যমে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করেছে বলেও অভিযোগ করেন তহমিনা।
পুলিশ জানতে পারে, বেশ কিছু বছর আগে হরিচাঁদ ও তার পরিবারের সদস্যেরা বাংলাদেশিপাসপোর্ট-ভিসা ব্যবহার করে ভারতে এসেছিল। ভিসার মেয়াদ শেষ হলেও ফিরে যায়নি কেউ।হরিচাঁদ ছাড়াও তার আত্মীয় সুবল মণ্ডল, পুষ্পরানি মণ্ডল,সুজয়কুমার মণ্ডল, দেবব্রত সরকার, রামপ্রসাদ সরকার,রেখারানি সরকার এবং গৌতম ঢালির বিরুদ্ধে অভিযোগ করেনতহমিনা।
পুলিশ জানিয়েছে, ওই বাংলাদেশি নাগরিকের অভিযোগগুরুত্ব দিয়ে খতিয়ে দেখার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)