আট বছর আগে এক বধূকে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল বারাসতের অতিরিক্ত জেলা বিচারক (পঞ্চম)-এর আদালত। অরূপ সিংহ নামে ওই ব্যক্তিকে বুধবার দোষী সাব্যস্ত করা হয়েছিল। এ দিন সাজা শোনান বিচারক দীপালি শ্রীবাস্তব। ওই ঘটনায় জামিনে থাকা অরূপের মা সরলা সিংহকে বেকসুর খালাস করেছে আদালত। সরকারি কৌঁসুলি সন্দীপ ভট্টাচার্য জানান, প্রমীলা সর্দার নাম এক মহিলাকে খুন করেছিল অরূপ। ওই মহিলা ছিলেন বিবাহ-বিচ্ছিন্না। অরূপের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রমীলার ছ’বছরের একটি ছেলে রয়েছে। মহিলা অরূপের সঙ্গে তার বাড়িতেই থাকতেন। বিধাননগর (দক্ষিণ) থানার ছয়নাভি এলাকায় ওই ঘটনা ঘটে ২০১৭ সালের এপ্রিলে। পুলিশের তদন্তকারী আধিকারিক অনুপ চট্টোপাধ্যায় জানান, প্রমীলাকে শ্বাসরোধ করে তাঁর ছেলের সামনেই খুন করা হয়। সরকারি কৌঁসুলি জানান, বিচার চলাকালীন অরূপ জেলেই ছিল। তার মা প্রথমে গ্রেফতার হলেও পরে জামিন পান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)