ইঁদুরে মৃতদেহের চোখ খুবলে নেওয়ার পরে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল উন্নত মানের কুলিং চেম্বারযুক্ত মর্গ।
বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অভিজিৎ সাহা বৃহস্পতিবার জানান, উন্নত মানের মর্গ তৈরির কাজ চলছিল। বুধবারই সেটি পূর্ত দফতর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার থেকে ওই মর্গে দেহ সংরক্ষণের কাজ শুরু হয়েছে। সুপার বলেন, ‘‘পুরনো মর্গটি ইটের দেওয়ালের ছিল। পুরনো ব্যবস্থার মধ্যেই কাজ চলছিল। এ বার থেকে নতুন মর্গেই দেহ রাখা হবে। উন্নত মানের কুলিং চেম্বার রয়েছে। আপাতত ছ’টি করে দেহ সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে। পরে মর্গটি আরও উন্নত ও বড় করার পরিকল্পনাও রয়েছে।’’
তিন বছর হল বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতাল তৈরি হয়েছে। তা সত্ত্বেও সেখানকার মর্গের দশা এমনই ছিল যে, ইঁদুরে মৃতদেহেরচোখ খুবলে নিয়েছে বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার বারাসত এক নম্বর রেল গেট অঞ্চলের বাসিন্দা, প্রীতম ঘোষ নামে এক যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তাঁর দেহ ওই মর্গে ময়না তদন্তের জন্য আনা হয়। তার পরেই মৃতের বাঁ চোখ উধাও হয়ে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে ঘটনাটি আনা হলে তিনি তদন্তের নির্দেশ দেন। হস্তক্ষেপ করে স্বাস্থ্য দফতরও। দ্বিতীয় বার ওই যুবকের দেহের ময়না তদন্ত হয়। তখনই ইঁদুরে চোখ খুবলে খাওয়ার তত্ত্ব সামনে আনে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতাল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)