Advertisement
২৫ এপ্রিল ২০২৪
North 24 Pargana

Crime: তৃণমূল নেতা গোপাল মজুমদার খুনে নোয়াপাড়ায় গ্রেফতার বিজেপি নেতা

শনিবার ইছাপুরে খুন হন তৃণমূল ৩ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শিপ্রা মজুমদারের স্বামী গোপাল মজুমদার। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি।

ইছাপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তেজনা তুঙ্গে।

ইছাপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তেজনা তুঙ্গে। প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
উত্তর ২৪ পরগনা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১২:২৯
Share: Save:

তৃণমূল নেতা গোপাল মজুমদার খুনের ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা। রবিবার বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়কে পাকড়াও করে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শনিবার ইছাপুরে খুন হন তৃণমূলের ৩ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শিপ্রা মজুমদারের স্বামী গোপাল মজুমদার। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন নোয়াপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তার পরে আবার ধারালো অস্ত্রের কোপ পড়ে তৃণমূল নেতার শরীরে। বাড়ি থেকে খানিকটা দূরেই ঘটে এই ঘটনা। গোপালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতর। তৃণমূল অভিযোগ করে, এই খুনের নেপথ্যে রয়েছে স্থানীয় বিজেপি নেতা বিজয় মুখোপাধ্যায়ের হাত।

তৃণমূলের দাবি, গত ২৫ জানুয়ারি রাতে নোয়াপাড়া শহরের তৃণমূলের প্রাক্তন সভাপতি গোপাল মজুমদারের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিজয় মুখোপাধ্যায়। সেই সময়ে গোপালকে নাকি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বিজেপি নেতা।

আরও পড়ুন:

এ নিয়ে শনিবারই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে নোয়াপাড়া থানা পুলিশ সূত্রে খবর। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪, ১২০ বি-সহ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

এ নিয়ে শনিবারই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে নোয়াপাড়া থানা পুলিশ সূত্রে খবর। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪, ১২০ বি-সহ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE