Advertisement
২৬ এপ্রিল ২০২৪
সন্দেশখালিতে তাণ্ডবের নালিশ

বিজেপি নেত্রীকে ‘হুমকি’

রবিবার রাতে এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ তুললেন সন্দেশখালির বিজেপি নেত্রী লক্ষ্মী মণ্ডল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:০২
Share: Save:

পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়তেই শুরু হয়ে গেল সন্ত্রাস-আতঙ্কের পরিবেশ।

রবিবার রাতে এক দল দুষ্কৃতী তাঁর বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ তুললেন সন্দেশখালির বিজেপি নেত্রী লক্ষ্মী মণ্ডল। তাঁর অভিযোগ, দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে কয়েকজন। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে শাসিয়ে যায়, ‘‘পঞ্চায়েত ভোটে প্রার্থী হবি না। তা হলে প্রাণে মরবি।’’

লক্ষ্মীর দাবি, দুষ্কৃতীদের চিনতে পারেননি তিনি। দড়ি দিয়ে মুখের ডাবের খোলা পেঁচিয়ে রেখেছিল তারা। ফেরার সময় ভাঙচুর, লুঠপাটও চালিয়েছে তারা। ঘরের বাইরে বোমা-গুলি চলে বলে তাঁর অভিযোগ।

সোমবার সন্দেশখালি থানার অভিযোগ করেছেন সন্দেশখালি ২ ব্লকের কোড়াকাটি পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন প্রধান লক্ষ্মী। তবে দুষ্কৃতীরা কোন দলের, তা অভিযোগে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি। লক্ষ্মী অবশ্য বলেন, ‘‘যতই হুমকি আসুক, আমি ভোটে দাঁড়াবই।’’

আরও অভিযোগ, সোমবার ভোরের দিতে আগ্নেয়াস্ত্র হাতে একদল মোটর বাইক আরোহী দাপিয়ে বেড়িয়েছে সন্দেশখালির কোড়াকাটি এবং মণিপুর গ্রামে। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ভাঙচুর, লুঠপাট করে তারা। রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত হামলা চলে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। ভোটে না দাঁড়ানোর জন্য অনেককে হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁদের দাবি।

ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে, কোড়াকাটি পঞ্চায়েতে বর্তমানে বিজেপি এবং তৃণমূলের আসন সমান সমান। দু’দলের হাতেই ৮টি করে আসন আছে। টসে জিতে প্রধান পদটি পায় বিজেপি। অন্য দিকে, মণিপুর পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ১৪টি এবং ৩টি আসন আছে বিজেপির।

সম্প্রতি হাড়োয়া থানার গোপালপুরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বোমা ফাটায় আহত হয়েছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল ও তাঁর মেয়ে। সন্দেশখালির গ্রামেও হামলার ঘটনায় শাসকদলের দুষ্কৃতীরা জড়িত বলে বিজেপির পক্ষে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

বিজেপির বসিরহাট জেলা সভাপতি হাজারিলাল সরকারের বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখাতে নেমে পড়েছে। তারই নমুনা সন্দেশখালি, হাড়োয়ার ঘটনা।’’ অন্য দিকে, তৃণমূলের বসিরহাট লোকসভার আহ্বায়ক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার বলেন, ‘‘মহকুমার অধিকাংশ গ্রামে প্রার্থী খুঁজে না পেয়ে এখন মানুষকে মিথ্যা বোঝাতে নেমে পড়েছে বিজেপি। নির্বাচনে মানুষ এর উত্তর দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE