নিখোঁজ ছাত্রের খোঁজ মিলেও হাত ফস্কে গেল শেষ মুহূর্তে। থানা থেকেই চম্পট দিয়েছে বিরাটি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সুমিত ভৌমিক। পুলিশ জানিয়েছে, নিমতার প্রান্তিক রোডের বাসিন্দা সুমিত গত শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। নিমতা থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়। রবিবার রাত ১টা নাগাদ নিমতা থানায় খবর আসে গোয়ালপোখরে একটি চায়ের দোকানে সুমিতকে দেখা গিয়েছে। পাঞ্জিপাড়া ফাঁড়িতে সুমিতকে আনা হয়। কিন্তু সোমবার বিকালে পাঞ্জিপাড়া ফাঁড়িতে পৌঁছে সুমিতের বাড়ির লোকেরা শোনেন, এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ জল খাওয়ার নাম করে থানা থেকে বেরিয়ে পালিয়ে যায় সুমিত। পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, ‘‘গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’