সাপে কাটায় মৃত্যু রুখতে কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
‘সর্পঘাতে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালনের আবেদন জানিয়ে একটি সভার আয়োজন করল ক্যানিংয়ের যুক্তিবাদী সংগঠন নামে একটি সংস্থা। শনিবার এই সংগঠনের পক্ষ থেকে বাসন্তীতে একটি মিছিলও বের করা হয়। সভায় উপস্থিত ছিলেন আলিপুর সেন্ট্রাল জেলের বিশেষজ্ঞ চিকিৎসক বাসুদেব মুখোপাধ্যায়, নীলরতন কলেজের প্রাক্তন অধ্যক্ষ নির্মলেন্দু নাথ, ক্যানিং হাসপাতালের চিকিৎসক সমর রায়-সহ প্রমুখ। সংগঠনের সম্পাদক বিজন ভট্টাচার্য জানান, গত বছর ১৮ এপ্রিল জয়দেব মণ্ডল নামে সংগঠনের এক সদস্য সজনেখালিতে ব্যাঘ্র প্রকল্প দফতরের হাতে সাপ তুলে দিতে গিয়ে কেউটে সাপের ছোবল খান। গোসাবা হাসপাতালে তিনি মারা যান। এমন ঘটনা প্রায়ই এই এলাকায় ঘটে থাকে। সে কারণে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই দিনটিকে ‘সর্পঘাতে মৃত্যু প্রতিরোধ’ দিবস হিসেবে পালনের আবেদন রাখছেন তাঁরা।
প্রতারণার অভিযোগে ধৃত পঞ্চায়েত সদস্য
পঞ্চায়েতের সিপিএম এক সদস্যের বাড়িতে আধার কার্ডের ছবি তোলা হচ্ছিল। এর জন্য নেওয়া হচ্ছিল মাথা পিছু ২০ টাকা করে। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে এই অভিযোগ পেয়ে পুলিশ সিপিএমের ওই গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ দুই জনকে গ্রেফতার করল। শনিবার দুপুরে বাগদা থানার কাশীপুর এলাকা থেকে ব্রজানন্দ দাস ও সৌরভ মোদক নামে ওই দুই ব্যক্তিকে ধরা হয়। ব্রজানন্দ স্থানীয় রণঘাট গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য।
মেলায় গণবিবাহ
নবদম্পতিরা। —নিজস্ব চিত্র।
শেষ হল বাসন্তীর নফরগঞ্জের সার্বজনীন চড়কমেলা। এ বারের মেলার মূল আকর্ষণ ছিল ১১ জন যুবক-যুবতীর গণবিবাহ। সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পতির হাতে খাট, আলমারি, সাইকেল ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। নফরগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই মেলায় ছিল ক্রিকেট প্রতিযোগিতা, আঁকা, নৃত্য প্রতিযোগিতা, বাউল গান, সুনামি সচেতনতা শিবির।