শিক্ষকদের আটকে বিক্ষোভ কলেজে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
ক্যানিংয়ের কলেজে ছাত্র বিক্ষোভ।
কলেজ পরিচালনা নিয়ে অভিযোগ তুলে শিক্ষকদের তালাবন্দি করে মঙ্গলবার ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে প্রায় ছ’ঘণ্টা বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। দুপুর ১২টা থেকে ওই বিক্ষোভ চলে। কলেজের ছাত্র সংসদ টিএমসিপি পরিচালিত। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজে ঠিকমতো পড়াশোনা হয় না। দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ খালি। টিচার ইনচার্জের পক্ষে সুষ্ঠু ভাবে কলেজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু নিয়মিত কলেজে আসেন না। তিলক চট্টোপাধ্যায়-সহ দুই শিক্ষক ঠিকমতো ক্লাস নেন না বলেও অভিযোগ। ছাত্রছাত্রীরা ঠিকমতো স্টাইপেন্ড পান না। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অরিত্র বসু বলেন, ‘‘কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও লাভ হয়নি। তাই এই আন্দোলন।’’ টিচার ইনচার্জের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। বারবার তিনি ফোন কেটে দেন। কলেজের অতিথি শিক্ষক সুশোভন প্রামাণিক বলেন, ‘‘চুক্তির ভিত্তিতে আমাদের নেওয়া হয়েছিল। এখন হাজিরা-খাতায় সই করতেও দেওয়া হচ্ছে না। পরিচালন সমিতির সিদ্ধান্ত মানা হচ্ছে না।’’ তিলকবাবু শুধু বলেন, ‘‘টেলিফোনে মন্তব্য করব না।’’ কলেজ পরিচালন সমিতির সভাপতি সুধীর ঘোষ বলেন, ‘‘আমি এলাকার বাইরে আছি। তবে একটা ঘটনার কথা শুনেছি। পরিচালন সমিতিতে আলোচনা করে সকলের সম্মতিতে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব।’’
মহিলা গুলিবিদ্ধ
নিজস্ব সংবাদদাতা • উস্তি
বাজার করতে গিয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কারবালার হাটে গুলিবিদ্ধ হলেন উস্তির উত্তরকুসুম এলাকার এক মহিলা। তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর কাঁধের কাছে গুলি লাগে। পুলিশ জানায়, এই ঘটনায় অভিযুক্ত হাবিবুর মোল্লা পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ওই ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী একটি খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে আলিপুর সেন্ট্রাল জেলে রয়েছে। এলাকায় যে দু’টি দল রয়েছে, মহিলার স্বামী তার একটিতে যুক্ত ছিল। দু’টি দলের মধ্যে ঝামেলা লেগে থাকে। বছর পঁয়ত্রিশের ওই মহিলার সঙ্গে সম্প্রতি স্থানীয় এক যুবকের সম্পর্ক হয়। মহিলার স্বামী যে দলে ছিল, ওই যুবক তার অন্য দলটির সঙ্গে যুক্ত। সেটাই মানতে পারেনি হাবিবুর। সে-ও মহিলার স্বামীর দলে যুক্ত। এ দিন তা নিয়েই ওই হাটে মহিলার সঙ্গে হাবিবুরের বচসা হয়। তার জেরেই হাবিবুর মহিলাকে লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ। মহিলাকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
রাশি রাশি ভারা ভারা....। ধান নিয়ে চলেছেন চাষি। ঘুটিয়ারিশরিফে শশাঙ্ক মণ্ডলের তোলা ছবি।
গরম ও রোদ থেকে বাঁচতে। বনগাঁয় নির্মাল্য প্রামাণিকের তোলা ছবি।