Advertisement
E-Paper

টুকরো খবর

সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই নাজেহাল বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দারা। টাকার বিনিময়ে সেই পাচারে তৃণমূল নেতা-কর্মীদের মদতের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০১:১১

গরু পাচার, তৃণমূলকে দায়ী করলেন রাহুল
নিজস্ব সংবাদদাতা • পেট্রাপোল

সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই নাজেহাল বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দারা। টাকার বিনিময়ে সেই পাচারে তৃণমূল নেতা-কর্মীদের মদতের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। রবিবার পেট্রাপোলে এক সভায় রাহুলবাবু বলেন, “সারদা কেলেঙ্কারির মাধ্যমে তৃণমূল গরিব মানুষের টাকা হজম করতে পারে। তারা গরু পাচার থেকে কাট-মানি খাবে, এতে আর নতুন কী আছে? সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। আগে সিপিএমের মদতে হত। এখন তৃণমূল ওই কাজ করছে। আগে গরু পাচারের বখরা নিতেন সিপিএম নেতারা। এখন তৃণমূল নেতারা নিচ্ছেন। রাজ্য সরকার এ বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়।” অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, “গরু পাচার নিয়ে জেলায় তৃণমূলই দীর্ঘদিন আন্দোলন করছে। জেলার মানুষ তা জানেন। রাহুলবাবুর কাছ থেকে শংসাপত্রের দরকার নেই। রাহুলবাবুর বক্তব্য কুরুচিকর। উনি কী কাজ করেন, সেটাই তদন্ত হওয়া উচিত।” এ দিন সভা শুরু হয় বেলা ২টো নাগাদ। চলে প্রায় দু’ ঘণ্টা। ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সভায় আসার পথে গোপলনগরের চালতি এলাকায় বনগাঁ-চাকদহ সড়কে একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় বিজেপি কর্মী-সমর্থদের একটি ম্যাটাডর উল্টে যায়। দুই সমর্থক গুরুতর জখম হন। সভা শেষে ফেরার পথে বনগাঁ হাসপাতালে তাঁদের দেখতে যান রাহুলবাবু।

দেগঙ্গায় সিপিএম থেকে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সিপিএমের সদস্য-সহ কংগ্রেস, বিজেপি এবং ফরওয়ার্ড ব্লকের এক দল নেতা-নেত্রী যোগ দিলেন তৃণমূলে। রবিবার দেগঙ্গার বেড়াচাঁপায় এক সম্প্রীতি উত্‌সবের মঞ্চে তৃণমূলে যোগ দেন তাঁরা। অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল বিধায়ক নুরুজ্জামান এবং বসিরহাটের প্রাক্তন সাংসদ নুরুল ইসলামও উপস্থিত ছিলেন। এ দিন বেড়াচাঁপার এক প্রেক্ষাগৃহে তৃণমূলের পক্ষে ঈদ এবং শারদোত্‌সব উপলক্ষে একটি সম্প্রীতি উত্‌সবের আয়োজন করা হয়। সেখানে তৃণমূল নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সিপিএমের সদস্যা পারভিন সুলতানা, ফরওয়ার্ড ব্লকের সঞ্জিত দাস, ডিওয়াইএফ নেতা ফিরোজ বৈদ্য, সাইফুল ইসলাম, বিজেপি নেতা মৃত্যুন ঘোষ এবং যুব কংগ্রেসের আসরাফুল আলম ও মসিউর রহমান। স্থানীয় তৃণমূল বিধায়ক নুরুজ্জামান বলেন, “মানুষ চায় এলাকার উন্নয়ন। মমতার উন্নয়নমুখী কাজে যাঁরা সামিল হলেন, তাঁদের স্বাগত।”

আশ্রমে ডাকাতি, গ্রেফতার তিন

একটি আশ্রমে ডাকাতির অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে জনা ছয়েক দুষ্কৃতী কাকদ্বীপের ৮ নম্বর দরবেশ মোল্লাচক গ্রামের একটি আশ্রমের পাঁচিল টপকে ঢোকে। ওই রাতেই গ্রামের একটি মাঠ থেকে পুলিশ জয়দেব দাস এবং তৈমুর হালদার নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। পাশের পুকুরবেড়িয়া গ্রাম থেকে ধরা হয় শেখ হানিফ নামে আর এক দুষ্কৃতীকে। পুলিশ জানায়, আশ্রম থেকে লুঠ করা কিছু সোনার গয়না ও নগদ টাকা ধৃতদের কাছে মিলেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো নাগাদ জনা ছয়েক সশস্ত্র দুষ্কৃতী পাঁচিল টপকে ওই আশ্রমে ঢোকে। আবাসিকদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা ও সোনার অলঙ্কার হাতায়। আবাসিকদের চিত্‌কারে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ দেখে আশ্রমের পিছনের পাঁচিল টপকে দুষ্কৃতীরা ধানখেতে লুকিয়ে পড়ে। সেখান থেকেই পাথরপ্রতিমার বাসিন্দা জয়দেব এবং ডায়মন্ড হারবারের বাসিন্দা তৈমুরকে ধরা হয়। শেখ হানিফ স্থানীয় কামারহাট গ্রামে থাকে। তবে, ওই দলের বাকি দুষ্কৃতীদের পুলিশ ধরতে পারেনি। আশ্রম কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতদের শনিবার কাকদ্বীপ আদালতে হাজির করানো হয়। বিচারক পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

বকখালির সমুদ্রে মৃত্যু আইআইএম ছাত্রীর

বকখালিতে বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃত মোনালিসা গুপ্ত (২২) কলকাতার জোকা ইন্ডিয়ান ইনস্টিটিট অব ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বাড়ি লখনউয়ে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে কলেজের ৫ জন ছাত্র ও দু’জন ছাত্রী বকখালিতে বেড়াতে আসেন। সাড়ে ৯টা নাগাদ দলটি সমুদ্রে নামে। সেই সময় সমুদ্রের জোয়ার শুরু হয়। হঠাৎই মোনালিসা এবং শিবম সতরাইল নামে আর এক ছাত্র তলিয়ে যেতে থাকেন। পুলিশের স্পিড বোট তাঁদের উদ্ধার করে। দু’জনকেই স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মোনালিসাকে মৃত ঘোষণা করেন।

অটো থেকে পড়ে মৃত্যু

অটো থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকার জলেশ্বর মোড়ের কাছে যশোহর রোডে। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম অনিমা দেব (৪২)। বাড়ি আঙুলকাটা গ্রামে। সম্প্রতি অশোকনগরের জোগাছিয়াতেও এভাবেই মৃত্যু হয়েছিল এক মহিলার।

যুগলের অপমৃত্যু

অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক তরুণ-তরুণীকে গত বৃহস্পতিবার বাগদার মেহেরানি সেতুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে কলকাতার আর জি কর হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার বিশ্বাস (১৮) নামে ওই তরুণের।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy