Advertisement
E-Paper

টুকরো খবর

শনিবার থেকে নামখানায় ক্ষতিগ্রস্থদের চেক বিলির কাজ শুরু হবে বলে জানালেন এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা। তিনি জানান, রাজ্য সরকার সেতু তৈরির জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে। কয়েকটি পর্যায়ে ক্ষতিপূরণে চেক দেওয়া হবে বলে প্রশাসন সূত্রের খবর।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৩

শনিবার থেকে চেক বিলি নামখানায়, জানালেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • নামখানা

শনিবার থেকে নামখানায় ক্ষতিগ্রস্থদের চেক বিলির কাজ শুরু হবে বলে জানালেন এলাকার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা। তিনি জানান, রাজ্য সরকার সেতু তৈরির জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছে। কয়েকটি পর্যায়ে ক্ষতিপূরণে চেক দেওয়া হবে বলে প্রশাসন সূত্রের খবর। বৃহস্পতিবার মন্টুরামবাবু বলেন, “আমরা আপাতত ২০০ জনের একটি তালিকা তৈরি করেছি। পূর্ত (জাতীয় সড়ক) এবং ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে এলাকা সমীক্ষা করে বাড়ি বা দোকানপাটের খরচের হিসেব তৈরি করা হয়েছে। চেষ্টা করছি, শনিবার কিছু মানুষের হাতে চেক তুলে দিতে পারব।” নামখানায় হাতানিয়া-দোহানিয়া নদীর উপরে সেতু তৈরি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ক্ষতিপূরণ নিয়ে তাঁদের অন্ধকারে রেখেই কাজে নামতে চাইছে প্রশাসন। পরে অবশ্য ক্ষতিপূরণের ব্যাপারে নির্দিষ্ট আশ্বাস মেলে সরকারি তরফে। ইতিমধ্যে ব্যবসায়ী-বাসিন্দাদের পক্ষ নিয়ে দফায় দফায় আন্দোলন সংগঠিত হয়েছে এলাকায়। ব্যবসায়ীদের অনেকেই অবশ্য নিজেদের উদ্যোগে দোকান ঘর ভেঙেও দিয়েছেন। নামখানা-নারায়ণপুর যৌথ বাজার ব্যবসায়ী সুরক্ষা কমিটির সভাপতি প্রফুল্ল মণ্ডল বলেন, “প্রাথমিক ভাবে ৯১৮ জন দোকান-বাড়ি সরানোর নোটিস পেলেও পরে তা থেকে কিছু বাতিল হয়েছে। তালিকায় কিছু নাম সংযোজনও হয়েছে। তাতে সংখ্যাটা এক হাজার জনের একটু বেশি দাঁড়িয়েছে। তবে সকলেই ক্ষতিপূরণ পাবেন বলে আশ্বস্ত করা হয়েছে।” জানা গিয়েছে, নদীর দু’পাড়ে উচ্ছেদ বাবদ ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা বিলি করবে রাজ্য সরকার। দু’পাড়ে বাজার তৈরির জন্যও প্রায় ১০ কোটি টাকা রাজ্য সরকার খরচ করবে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে।

শাড়ির ভাঁজে মিলল প্রায় ২ কোটি টাকার সোনার বিস্কুট
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

শাড়ির ভাঁজ খুলতেই বেরিয়ে এল রাশি রাশি সোনার বিস্কুট। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তের হাকিমপুরে সীমান্তরক্ষীদের তত্‌পরতায় বৃহস্পতিবার উদ্ধার হল প্রায় ৯ কেজি ৪ শো গ্রাম সোনা, যার বাজার দর প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, বিএসএফ জওয়ানেরা সোনার বিস্কুটগুলি উদ্ধার করার পরে তা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। তবে ৭৯টি সোনার বিস্কুট যে মহিলার ব্যাগ থেকে পাওয়া গিয়েছে, সেই মহিলা পলাতক। তার খোঁজ চলছে। এই নিয়ে গত এক কয়েক মাসের মধ্যে প্রায় ১৫ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল বসিরহাট মহকুমায়। ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু পাচার বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। বরং বাংলাদেশে গরু বিক্রি করে এ পারে দাম হিসাবে সোনা আনার প্রবণতা বেড়েই চলেছে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮ টা নাগাদ হাকিমপুর সীমান্তের চেকপোস্টের কাছে মাঝবয়সী এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষীদের। জিজ্ঞাসাবাদের সময়ে ওই মহিলার কাছ থেকে একটি বড় ব্যাগ উদ্ধার হয়। তাতে নতুন কাপড় ছিল। এ দিকে, মহিলাকে জিজ্ঞাসাবাদের কথা শুনে বহু মানুষ ভিড় করেছিলেন। সেই সুযোগে জল খাওয়ার নাম করে ভিড়ে মিশে পালিয়ে যায় ওই মহিলা। শাড়ির ভাঁজে লুকানো ছিল সোনার বিস্কুটগুলি।

বৈরামপুর পঞ্চায়েতে নতুন প্রধান
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর

বনগাঁ ব্লকের বৈরামপুর পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল। বৃহস্পতিবার প্রধান নির্বাচনের ভোট ছিল সেখানে। পঞ্চায়েতের বাম সদস্যেরা কেউই হাজির ছিলেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের হায়দার আলি মোল্লা। বাম সদস্যরা যে এ দিন হাজির হবেন না, তা তাঁরা চিঠি দিয়ে আগেই বিডিওকে জানিয়ে দিয়েছিলেন। প্রধান নির্বাচিত হয়ে হায়দার বলেন, “এলাকার রাস্তার অবস্থা বেহাল। পানীয় জলের সমস্যাও রয়েছে। প্রথমেই রাস্তাগুলি চলাচলের উপযোগী করা হবে।” গত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতের ২১টি আসনের মধ্যে বামেরা পেয়েছিল ১২টি আসন। তৃণমূল পায় ৮টি ও নির্দল ১টি আসন। কিছু দিন আগে তিন বাম সদস্য ও নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। প্রধান সিপিএমের বাবুল হোসেন মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে অনাস্থা আনা হয় গত ২ সেপ্টেম্বর। সেখানেও আসেননি বাম সদস্যেরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তৃণমূল। বৃহস্পতিবার ছিল প্রধান নির্বাচন। তৃণমূলের বহু নেতা কর্মী এ দিন উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় মৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

মোটর বাইক-ম্যাটাডোরের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম ওই যুবকের এক সঙ্গীও। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার এলাকার ঠাকুরনগরের চৌরঙ্গিতে। পুলিশ জানায়, মৃতের নাম মনীশকুমার বসু (১৯)। বাঁকুড়ার একটি বেসরকারি কলেজে বি টেক প্রথম বর্ষে ছিলেন ঠাকুরনগরের চিকনপাড়ার বাসিন্দা ওই যুবক। গত মঙ্গলবার রাতে মনীশ বাড়ি ফিরেছিলেন। এ দিন সকালে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর আনতে তিনি বন্ধু অণর্ব বিশ্বাসের সঙ্গে মোটরবাইক নিয়ে বেরোন। অর্ণবের বাইকটি চালাচ্ছিলেন মনীশ। ব্যাঙ্কের কাজ সেরে ফেরার পথে বেলা সাড়ে ১১টা নাগাদ উল্টো দিক থেকে তাঁদের মুখোমুখি একটি ম্যাটাডোর চলে আসে। অর্ণব বাইকের পেছন থেকে লাফ দেন। ম্যাটাডোরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের।

নাবালিকার বিয়ে আটকাল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বলাগড়

বিয়ের আসরে হাজির হয়ে নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলাগড়ের ক্ষত্রিয়নগরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাগড়ের ক্ষত্রিয়নগরের বাগানপাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী এক যুবকের সঙ্গে স্থানীয় বছর তেরোর ওই নাবালিকার বিয়ে ঠিক করেছিলেন তার বাবা-মা। এদিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বলাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে আটকে দেয়। পুলিসের তরফে নাবালিকাকে বোঝানো হয় আঠারো বছরের নীচে বিয়ে আইন বিরুদ্ধ। এর পর ওই নাবালিকা সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না করার অঙ্গীকার করে বলে পুলিশের দাবি। নাবালিকার দিনমজুর বাবাও পুলিশকে জানান, আঠারো বছরের নীচে বিয়ে দেওয়া যে আইনত অপরাধ তা তাঁরা জানতেন না।

পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

বিশ্বকর্মা পুজোর রাতে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে মোটর বাইকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার পঞ্জি গ্রামের মোড়ে। পুলিশ জানিয়েছে, হাবরা বাসিন্দা এক জনের নাম হিরণ মিস্ত্রি (২৯)। অন্য জন সাধন গায়েন (২৭)। দেহ ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ায় বন্ধুর বাড়িতে এসেছিলেন হাবরার চার যুবক। রাত সাড়ে ১০টা নাগাদ একটি বাইকে তাঁরা ফিরছিলেন। পুঞ্জি গ্রামের কাছে যদুরহাটি-জঙ্গলপুর রোডের বাঁকে রাস্তার পাশে বসানো আছে ছোট ছোট পিলার। নিয়ন্ত্রণ বাইক ধাক্কা মারে সেই পিলারে। ঘটনাস্থলেই মারা যান দু’জন। বাকিরা পালিয়ে যায়।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy