Advertisement
২৭ এপ্রিল ২০২৪

খুনের প্রতিবাদে ব্যবসা ধর্মঘট

বুধবার থেকে ঘটিহারানিয়া বাজারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকলেন ব্যবসায়ীরা। পথ অবরোধেরও হুমকি দিয়েছেন তাঁরা। মঙ্গলবারও প্রতীকী ধর্মঘট ডাকেন তাঁরা। মঙ্গলবার বিকেলে বাজারে সব দলের নেতাদের ডেকে প্রতিবাদ সভা করে এই ঘোষণা করেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক অনন্ত সাঁপুই।

নিজস্ব সংবাদদাতা
কুলতলি শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:৫৯
Share: Save:

বুধবার থেকে ঘটিহারানিয়া বাজারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকলেন ব্যবসায়ীরা। পথ অবরোধেরও হুমকি দিয়েছেন তাঁরা। মঙ্গলবারও প্রতীকী ধর্মঘট ডাকেন তাঁরা।

মঙ্গলবার বিকেলে বাজারে সব দলের নেতাদের ডেকে প্রতিবাদ সভা করে এই ঘোষণা করেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক অনন্ত সাঁপুই। এলাকায় দুষ্কৃতীরাজ ঠেকাতে তাঁরা যে প্রতিবাদ আর প্রতিরোধের রাস্তা থেকে সরবেন না, বন‌্ধ ডেকে তা বুঝিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের পাশে দাঁডি়য়েছেন সব রাজনৈতিক দলের নেতারাও। দুষ্কৃতীদের বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক দিয়েছেন সকলে।

ঘটনার পরে আটচল্লিশ ঘণ্টা কেটে গেলেও নেপালি নৈশপ্রহরী খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিবার দুপুরে চার জনকে আটক করলেও তাদের মঙ্গলবার সন্ধে পর্যন্ত গ্রেফতার করা হয়নি। যার পিছনে পুলিশের কোনও অভিসন্ধি আছে কিনা, সেই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। খুনের ঘটনায় দোষীদের সকলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এমনটাই দাবি তাঁদের। ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ, বুধবার সকালে ব্যবসায়ীদের ডাকে ঘটিহারানিয়া বাজারে নেপাল থেকে আসছেন নিহত নৈশপ্রহরী কুলসিংহ সারকির স্ত্রী ও পরিজনেরা। সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে নিহত নৈশপ্রহরীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি তাঁর পরিবারের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেবেন ব্যবসায়ী ও এলাকার মানুষ। বেলা ২টো থেকে শুরু হবে গণ কনভেনশন।

চার ব্যক্তিকে আটক করা নিয়ে পুলিশের বক্তব্য, তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder kultali strike police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE