Advertisement
১৯ মে ২০২৪

প্রতারণার অভিযোগে ধৃত

মাস চারেক দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৯০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল অশোকনগরের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছিল দিল্লি পুলিশ। শনিবার বসিরহাটের ঘোজাডাঙা অভিবাসন দফতর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৮
Share: Save:

মাস চারেক দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ৯০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল অশোকনগরের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছিল দিল্লি পুলিশ। শনিবার বসিরহাটের ঘোজাডাঙা অভিবাসন দফতর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইন্দ্রজিৎ হালদার। বাড়ি পুঁটিয়া গ্রামে। শনিবার বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট পরীক্ষা করানোর সময়েই তাকে গ্রেফতার করা হয়। রবিবার বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে দিল্লি পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক সেটি মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি অশোকনগরে হলেও সে বেশির ভাগ সময় দিল্লিতে থাকত। মাস চারেক সে দিল্লির এক ব্যবসায়ীর থেকে ৯০ লক্ষ টাকা প্রতারণা করে হাওয়ালা মারফত সেই টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে অভিযোগ। পরে বাংলাদেশে গিয়ে সেই টাকা হাতে নেওয়ার পরিকল্পনা করেছিল ইন্দ্রজিৎ।

প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নেমে দিল্লি পুলিশ জানতে পারে, ইন্দ্রজিৎ বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছে। তখনই তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়। তবে ইন্দ্রজিৎ সেই নোটিসের কথা জানত না। তাই অভিবাসন দফতরে পাসপোর্ট জমা দেয় ইন্দ্রজিৎ। সেই পাসপোর্ট পরীক্ষা করার পরেই তাকে আটক করে অভিবাসন দফতর। বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

forgery charge Arrested Businessman police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE