ভাঙড়ের সোনাপট্টিতে নৈশপ্রহরী খুনের ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা।
গত দু’তিন মাসে বারুইপুর পুলিশ জেলার বেশ কিছু এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। সর্বশেষ ঘটনা, রবিবার রাতে। ডাকাতিতে বাধা পেয়ে সোনাপট্টিতে নৈশপ্রহরী সহিদ মোল্লাকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। কয়েকজন দাগি সন্দেহভাজন দুষ্কৃতীকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মাস আগে বকুলতলা থানা এলাকায় দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। মাস দু’য়েক আগে বারুইপুর থানা এলাকায় ডাকাতদল পুলিশকে বেঁধে রেখে রাইফেল ছিনিয়ে নিয়ে পালায়। সেটা অবস্য কিছু দূরে গিয়ে ফেলে দিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। কোনও ক্ষেত্রেই দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ।