চিকিৎসকের পরামর্শ না মেনে ওঝাকে ডেকে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যু হল শিয়ালের কামড়ে জখম এক শিশুর।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের গাম্ভিরগাছি পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ জানায়, বছর দেড়েকের মৃত শিশুর নাম মেহবুল হোসেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল। আচমকা একটি শিয়াল এসে তাকে মুখে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পড়শিরা লাঠি নিয়ে ছুটে আসেন। পালিয়ে যায় শিয়াল।