বসিরহাটের শিবহাটিতে ছেলের খুনে জড়িত জড়িত সন্দেহে ধরা পড়েছিল বাবা। ওই ঘটনায় তদন্তে নামল সিআইডি। পুলিশ জানায়, ছেলে বাবলু সর্দারকে খুনের ঘটনায় তাঁর বাবা সোহারাফ সর্দার, জামাই মনিরুল সর্দার এবং স্থানীয় এক দুষ্কৃতী মফিজুল সর্দারকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনজনেই জেলে। ওই ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, জমিজমা নিয়ে বাবলুর সঙ্গে সোহারফের বিবাদ চরমে ওঠে। এরপরেই ছেলেকে সরিয়ে দিতে জামাই মনিরুল সর্দারের সাহায্য নিয়ে সোহারফ এলাকার দুষ্কৃতী মফিজুলকে ২৫ হাজার টাকার সুপারি দেয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, সোহারফই খুনের ঘটনায় অন্যতম চক্রী। বেশ কিছু বছর আগে তাঁর বিরুদ্ধে আরও একটি খুনের অভিযোগ ছিল। এমনকী, বাবলুকে খুনের ঘটনায় আরও এক মহিলার নাম উঠে আসে। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এই পরিস্থিতিতে মামলা ক্রমশ জটিল আকার নিচ্ছে বলেই তদন্তের দায়িত্ব দায়িত্ব নিল সিআইডি।