ছয় দিনের টানাপড়েনের পর বাঘকে খাঁচাবন্দি করে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে। বন দফতরের সেই কাজকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বনকর্মী এবং পুলিশকর্মীদের পুরস্কার দেওয়ার ঘোষণাও করেন তিনি।
বুধবার সাগরে দক্ষিণ ২৪ পরগনার জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে বন দফতরের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘যে টিম বাঘকে ধরতে পেরেছে, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং কুলতলি থানা, তাঁদের পুরস্কৃত করা হবে। খুব ভাল কাজ করেছেন তাঁরা। ৬-৭ দিন তাঁরা ঘুমোননি।’’ টানা ছয় দিন ধরে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়ায় ছড়িয়ে পড়েছিল বাঘের আতঙ্ক। বার বার চেষ্টার পর অবশেষে মঙ্গলবার শেখপাড়া লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে। তার পর নিয়ে যাওয়া হয় ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে। বুধবার সকালে পূর্ণবয়স্ক ওই পুরুষ বাঘটিকে রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।