Advertisement
E-Paper

বনগাঁ-বাগদা রাজ্য সড়কের বেহাল দশা, বন্ধ অটো ও বাস চলাচল, চরম ভোগান্তি

বাস দুর্ঘটনার জেরে রবিবার থেকে বনগাঁ-বয়রা এবং বনগাঁ-দত্তফুলিয়া রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। অটো চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার সকাল থেকে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৮:৩৯
Condition of Bongaon-Bagda Road reportedly terrible

বনগাঁ-বয়রা এবং বনগাঁ-দত্তফুলিয়াগামী রাজ্য সড়কের বেহাল দশা। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে বয়রা এবং বনগাঁ থেকে দত্তফুলিয়াগামী রাজ্য সড়কের অবস্থা বেহাল। সম্প্রতি বনগাঁর চাঁদা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয় বাসচালকের। রবিবার থেকে বনগাঁ-বয়রা এবং বনগাঁ-দত্তফুলিয়া রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে। অটো চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার সকাল থেকে। বাস এবং অটো চলাচল বন্ধ হওয়ার কারণে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার। টোটো চালকেরা সেই সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ। বনগাঁ থেকে হেলেঞ্চার ভাড়া এমনিতে ৩০ টাকা। কিন্তু এখন টোটো চালকেরা ১০০ টাকা ভাড়া চাইছেন।

নিত্যযাত্রীদের অভিযোগ, বনগাঁ-বাগদা সড়ক এখন ধানখেতে পরিণত হয়েছে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাঁদের। বাস, অটো না চলায় সমস্যায় পড়তে হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে রাস্তায়। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করা হোক। বনগাঁ ৯২ এবং ৯২এ রুটের বাস মালিক সংগঠনের সম্পাদক শিবম ঘোষ জানিয়েছেন, বেহাল রাস্তার কারণে সম্প্রতি বাস দুর্ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। চালকেরা খারাপ রাস্তায় বাস চালাতে চাইছেন না। বাসের ক্ষতি হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব বাস চলাচল স্বাভাবিক করতে।’’

বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, ‘‘বাস এবং অটো চলাচল বন্ধ হয়েছে সেটা আমার কাছে খবর এসেছে। আমি এই বিষয়ে সংগঠনের কর্তাদের সঙ্গে কথা বলেছি। আইএনটিটিইউসি জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব বাস চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে।। রাস্তা সংস্কারের বিষয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যেই রাস্তা সংস্কারের জন্য অনুমোদন এসেছে। যাতে দ্রুত কাজ শুরু করা যায়, সেই ব্যবস্থা গ্রহণের জন্য কথা হয়েছে।’’

poor road condition Bus Accident bongaon Bagda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy