Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জমি নিয়ে বিবাদ, পুড়ল বাইক

জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাটের বিষ্ণুপুর গ্রামে। রবিবার সকালে এই ঘটনার জেরে ৪টি মোটরবাইকে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসিরহাটের এসডিপিও এবং আইসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান।

গণ্ডগোলের পরে। ছবি: নির্মল বসু।

গণ্ডগোলের পরে। ছবি: নির্মল বসু।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪১
Share: Save:

জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বসিরহাটের বিষ্ণুপুর গ্রামে।

রবিবার সকালে এই ঘটনার জেরে ৪টি মোটরবাইকে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসিরহাটের এসডিপিও এবং আইসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। নামানো হয় র‌্যাফ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের বিষ্ণুপুর গ্রামে বাড়ি নুর ইসলাম মণ্ডল এবং রহিস দফতরির। মাস চারেক আগে রহিস ও তাঁর ভাইয়ের কাছ থেকে তিন শতক জমি কেনেন নুর। অভিযোগ, বিক্রি করার পরে ওই জমির উপর দিয়ে রাস্তা বের করার চেষ্টা করেন রহিসেরা। তা নিয়ে নুরের সঙ্গে গণ্ডগোল শুরু হয় বলে পুলিশ জানায়। গ্রামের প্রবীণেরা এই ঝামেলা মেটানোর জন্য তাঁদের নিয়ে একটি সভাও করেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ফের একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অভিযোগ, আলোচনায় বসার আগেই রহিস জোর করে রাস্তা তৈরি করতে যায়। শুরু হয় ঝামেলা। সে সময়ে রহিসের লোকজন বোমা ছোড়ে। বোমায় কয়েকজন আহত হয়। এরপরেই গ্রামবাসীরা ক্ষেপে গিয়ে রহিসের লোকেদের চারটি মোটরবাইক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা রহিসের আনা কয়েকজন লোককে মারধর করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

তৃণমূল নেতা আবদুল্লা দফতরি জানান, রহিস ওই সভায় কিছু বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসেছিল। তাদের ছোড়া বোমাতেই মোটরবাইগুলিতে আগুন ধরে যায়। তাঁর কথায়, ‘‘এ দিন ওই সভায় আমারও থাকার কথা ছিল। রাস্তা তৈরি করা নিয়ে ওই দুই পরিবারের মধ্যে একটা অশান্তি চলছিল।’’ গ্রামে পুলিশের টহল চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bikes Land occupancy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE