Advertisement
১৭ মে ২০২৪

তৃণমূলে পঞ্চায়েত প্রধান

তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান-সহ চার সিপিএম সদস্য। সোমবার বিকেলে স্বরূপনগরে এক জনসভায় বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি, উত্তরের বিধায়ক এটিএম আব্দুল্লা রনি, জেলা ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্ত, বসিরহাট ২ ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় ও অঞ্চল সভাপতি জামাল উদ্দিন মল্লিকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সিপিএমের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০১:১১
Share: Save:

তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান-সহ চার সিপিএম সদস্য। সোমবার বিকেলে স্বরূপনগরে এক জনসভায় বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি, উত্তরের বিধায়ক এটিএম আব্দুল্লা রনি, জেলা ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্ত, বসিরহাট ২ ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় ও অঞ্চল সভাপতি জামাল উদ্দিন মল্লিকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সিপিএমের সদস্যরা। তৃণমূলে যোগ দিয়ে বসিরহাটের বেগমপুর-বিবিপুর পঞ্চায়েত ওই সদস্যরা বলেন, ‘‘মমতার উন্নয়নমুখী প্রকল্পে সামিল হতে দল পরিবর্তন করেছি।’’ এ দিকে, চার সদস্য দল ছাড়ায় বসিরহাটের এই পঞ্চায়েতে সিপিএম সংখ্যালঘু হয়ে পড়ল।

বেগমপুর-বিবিপুর পঞ্চায়েতে মোট আসন ১৭। সিপিএম ১২টি আসন পেয়ে ক্ষমতায় আসে। প্রধান হন এসমাতারা বিবি। ৫টি আসন পেয়েছিল তৃণমূল। এ দিন এসমাতারা বিবি-সহ চার সদস্য সিপিএম ছাড়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৯টিতে। এখন শুধু অনাস্থা আনার অপেক্ষা। এ বিষয়ে প্রধানের স্বামী মিনাজুল ইসলাম বলেন, ‘‘মানুষ আমাদের ভোট দিয়ে জয়ী করেছিল গ্রামে উন্নয়নের কাজ করার জন্য। কিন্তু সিপিএমে থেকে কোনও কাজ হচ্ছে না। তাই দলবদল। আমাদের ৪ সদস্য-সহ প্রায় তিনশো নেতাকর্মী তৃণমূলে যোগ দিলাম। দু’এক দিনের মধ্যে অনাস্থ ডেকে সিপিএমের হাত থেকে পঞ্চায়েত দখল করব।’’

বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি বলেন, ‘‘মানুষ কাজ চাইছে। হাজার কুৎসা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করায় আমাদের সঙ্গী হতে বিভিন্ন দল থেকে মানুষ আসছে। সিপিএমের প্রধান-সহ যাঁরা আমাদের দলে যোগ দিলেন তাঁদের স্বাগত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool CPM panchayat pradhan Basirhat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE