শাসকদলের প্রায় আড়াই হাজার কর্মী প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের হাত ধরে তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করল সিপিএম। নিজস্ব চিত্র।
পঞ্চায়েত ভোটের আগে কুলতলিতে তৃণমূলে ভাঙন! শাসকদলের প্রায় আড়াই হাজার কর্মী প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের হাত ধরে তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি করল সিপিএম। এর মধ্যে তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতিও রয়েছেন। সিপিএমের এই দাবিকে অবশ্য গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। তাদের দাবি, তাদের দল থেকে কেউই সিপিএমে যোগ দেয়নি।
সিপিএম দাবি করেছে, কুলতলি ব্লকের চুপড়িঝাড়ায় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি রবিউল হক মোল্লা তাদের দলে যোগ দিয়ছেন। শাসকদলের দলত্যাগী নেতার সঙ্গে সিপিএমে যোগ দিয়েছেন অন্তত আড়াই হাজার কর্মীও। লাল ঝান্ডা হাতে নিয়ে রবিউল বলেন, ‘‘তৃণমূলের সব নেতা-মন্ত্রীরাই চোর। ওখানে থেকে মানুষের উপকার করা যায় না। তাই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলাম।’’ কান্তি বলেন, ‘‘বিজেপি হল দাঙ্গাকারী পার্টি, আর তৃণমূল চোর-জোচ্চরের পার্টি।’’
পাল্টা কুলতলি ব্লক তৃণমূলের সভাপতি পিন্টু প্রধান বলেন, ‘‘তৃণমূল থেকে অনেক দিন আগেই রবিউলকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল ছেড়ে কেউই সিপিএম পার্টিতে যোগ দেয়নি। এ সবই লোক দেখানো এবং প্রচারে আসার জন্য করা হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy