Advertisement
২১ মে ২০২৪

সেতুতে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

সেতুর মাঝে ফাটল! তার উপর দিয়েই চলছে গাড়ি।কুলতলির নিমানিয়া নদীর উপরে বিপজ্জনক এই সেতুটি যে কোনও মুহূর্তে ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় দিন গুনছেন স্থানীয় মানুষজন।২০০ ফুট চওড়া নিমানিয়া নদী ভুটভুটি করেই পার হতে হতো।

িন‌জস্ব সংবাদদাতা
কুলতলি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৬
Share: Save:

সেতুর মাঝে ফাটল! তার উপর দিয়েই চলছে গাড়ি।

কুলতলির নিমানিয়া নদীর উপরে বিপজ্জনক এই সেতুটি যে কোনও মুহূর্তে ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় দিন গুনছেন স্থানীয় মানুষজন।

২০০ ফুট চওড়া নিমানিয়া নদী ভুটভুটি করেই পার হতে হতো। ১৯৯৫ সালে নদীর উপরে কয়েক কোটি টাকা খরচ করে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে কংক্রিটের সেতুটি নির্মাণ করা হয়। সেতু তৈরি হওয়ায় পর্যটকদের খুবই সুবিধা হয়েছে। অনায়াসে পর্যটনকেন্দ্র কৈখালিতে পৌঁছতে পারছেন তাঁরা। ভিড়ও বেড়েছে গত কয়েক বছরে। তা ছাড়া, ওই এলাকায় গোপালগঞ্জ, গরানকাঠি এলাকার হাজার হাজার মানুষ বাসে বা ছোট গাড়িতে করে ওই সেতুর উপর দিয়েই যাতায়াত করেন। জামতলা বাজারে যান। ওই বাজারে রয়েছে বিডিও অফিস, কলেজ, স্কুল। মঙ্গল ও শনিবার সেখানে হাট বসে। ওই সেতুটি হওয়ার ফলে তাঁরা অতি সহজেই এ পার ও পার হতে পারেন।

বছরখানেক হল, সেতুর মাঝের অংশটি কিছুটা বসে গিয়েছে। নীচের অংশে ফাটলও ধরেছে। জামতলা মোড়ের গাড়ি চালকেরা জানালেন, যত দিন যাচ্ছে, ফাটল বাড়ছে। কুলতলির সিপিএমের বিধায়ক রামশঙ্কর হালদার বলেন, ‘‘সেতু সংস্কারের জন্য বিভাগীয় দফতরে জানানো হয়েছে।’’

সুন্দরবন উন্নয়ন পর্ষদ জানিয়েছে, ফাটলের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bridge Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE