বিশ্বকর্মা পুজোয় বিষাদ। উড়ন্ত ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল প্রাক্তন এক সেনাকর্মীর। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক চালাচ্ছিলেন তিনি। আচমকা ঘুড়ির সুতো তাঁর গলায় লাগে। যাত্রাপথে সুতো দেখতেই পাননি তিনি। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।
মৃতের নাম গৌতম ঘোষ। তিনি ব্যারাকপুরের বাসিন্দা। ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেনার চাকরি থেকে অবসরগ্রহণের পর অন্য চাকরিতে যোগ দিয়েছিলেন। কলকাতা বিমানবন্দরের কাছে ছিল তাঁর কর্মস্থল। প্রতি দিন ব্যারাকপুর থেকে বাইক চালিয়ে বিমানবন্দরে কর্মস্থলে যেতেন। বুধবার সকালেও তা-ই করছিলেন। পথে খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অঘটন ঘটেছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই আকাশে ঘুড়ি উড়ছিল। বাইকআরোহী তা দেখতে পাননি। গলায় সুতো লাগার সঙ্গে সঙ্গে তিনি ছিটকে প়ড়ে যান। গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়দহের বন্দিপুর হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকেরা।
কেউ কেউ দাবি করছেন, চিনা মাঞ্জায় গলা কেটে গিয়েছে প্রাক্তন সেনাকর্মীর। যে ঘুড়ি ওড়ানো হচ্ছিল, তাতে ওই সুতো ব্যবহার করা হয় বলে অভিযোগ। কাঁচের গুঁড়ো মিশ্রিত চিনা মাঞ্জা ২০১৬ সালে নিষিদ্ধ করে দেয় পরিবেশ আদালত। তবে তা সত্ত্বেও তার ব্যবহার ঠেকানো যায়নি। কলকাতার মা উড়ালপুলে এই মাঞ্জার কারণে একাধিক দুর্ঘটনা এবং মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রশাসন তার বিরুদ্ধে নানাবিধ ব্যবস্থাও গ্রহণ করে। এ বার কল্যাণী এক্সপ্রেসওয়েতে সুতোয় প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীর।