নামী-দামি সংস্থার লোগো লাগিয়ে তার আড়ালে ভেজাল তেল যে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে, তার হদিস পেতে এখন মাথার ঘাম পায়ে পড়ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশের। স্থানীয় সূত্রের খবর আসছে, বনগাঁর নানা প্রান্তে গোপনে ভেজাল সর্ষের তেলের কারবার চলছে। খোলা বাজারে তো বটেই পাইকারি বাজার ঘুরে যা ছড়িয়ে পড়েছে জেলার নানা প্রান্তে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও।
শুক্রবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা বনগাঁর গোবরাপুর এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর টিনের ড্রাম ভর্তি সর্ষের তেল আটক করেন।
দফতরের কর্তাদের দাবি, ওই তেল ভেজাল। সয়াবিন, পাম, রাইস তেল মেশানো রয়েছে। তেলের সঙ্গে রাসায়নিকও মেশানো হত বলে অনুমান। আরও নিশ্চিত হতে আটক করা তেলের নমুনা তাঁরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠাচ্ছেন।