Advertisement
১১ মে ২০২৪

বনগাঁয় ধৃত ভুয়ো আইনজীবী

পুলিশ জানিয়েছে, বছর পঁচিশের ওই যুবকের নাম সাগর সূত্রধর। বাড়ি বনগাঁর মাঝেরপাড়া এলাকায়। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের কাছে সাগর জানিয়েছেন, আইনজীবী পরিচয় দেওয়াটা তাঁর ভুল হয়ে গিয়েছে।

সাগর সূত্রধর।

সাগর সূত্রধর।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০১:৫৭
Share: Save:

ভুয়ো চিকিৎসকের পর এ বার ভুয়ো আইনজীবী!

বছর তিনেক ধরে বনগাঁ আদালতে তিনি আইনজীবী হিসেবেই পরিচিত ছিলেন। যদিও তাঁকে কোনও মামলার সওয়াল জবাব করতে কখনওই বিচারকের এজলাজে দেখা যায়নি। কিন্তু সোমবার দুপুরে জুডিশিয়াল এফিডেভিট সংক্রান্ত বিষয় নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরব ঘোষের অনুমতি ছাড়াই তাঁর ঘরে ঢুকে গিয়েছিলেন ওই যুবক। ওই যুবকের কথাবার্তায় বিচারকের সন্দেহ হয়। নথিপত্র দেখতে চাইলে তিনি বিচারককে কিছুই দেখাতে পারেন না। এরপরই বিচারক পুলিশকে খবর দেন। বিচারকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ভুয়ো আইনজীবীকে গ্রেফতার করে।

ইতিমধ্যে সিআইডি-র জালে একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ছেন। এর মধ্যেই ভুয়ো আইনজীবী ধরা পড়ল। এমন আর কোনও ভুয়ো আইনজীবী ওই আদালতে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বনগাঁ মহকুমা আদালতের ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী তথা বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, ‘‘আমরা পুলিশের কাছে এই ঘটনারও সিআইডি তদন্ত দাবি করব। কারণ বনগাঁ আদালতে গোটা দশেক ভুয়ো আইনজীবী এখনও রয়েছে। তাদেরকেও গ্রেফতার করা প্রয়োজন।’’

পুলিশ জানিয়েছে, বছর পঁচিশের ওই যুবকের নাম সাগর সূত্রধর। বাড়ি বনগাঁর মাঝেরপাড়া এলাকায়। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশের কাছে সাগর জানিয়েছেন, আইনজীবী পরিচয় দেওয়াটা তাঁর ভুল হয়ে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদালতে সাগর তাঁর সিনিয়র হিসাবে এক আইনজীবীর নাম করতেন। ওই আইনজীবী জানিয়েছেন, ধৃত যুবক তাঁর পরিচিত ঠিকই। কিন্তু তাঁর অধীনে জুনিয়র হিসাবে সাগর কখনও কাজ করেননি।

বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিশেশন ও বার অ্যাসোসিয়েশন যৌথ ভাবে মঙ্গলবার এ নিয়ে বৈঠক করেছে। সিদ্ধান্ত হয়, বনগাঁ আদালতের ভুয়ো আইনজীবীদের ধরার দাবিতে আজ বুধবার বনগাঁ শহরে মিছিল হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lawyer Fake Lawyer Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE