Advertisement
০২ মে ২০২৪
Poison

ব্যবসায় মন্দা, তাই কি পরিবারকে নিয়ে বিষপান? মৃত্যু স্ত্রীর, আশঙ্কাজনক বাবা, ছেলে

ওষুধের ব্যবসা করতেন অরবিন্দ সামন্ত। সম্প্রতি ব্যবসায় মন্দা দেখা দেয়। সাংসারিক অভাবের জেরে মানসিক অবসাদে ভুগে স্ত্রী, পুত্রকে নিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অরবিন্দ।

file image

স্ত্রী, পুত্রকে নিয়ে বিষপান ব্যবসায়ীর, হাসপাতালে মৃত্যু স্ত্রীর। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
ফলতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৫:৪৯
Share: Save:

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এক ব্যবসায়ী তাঁর স্ত্রী, পুত্রকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ব্যবসায়ী এবং পুত্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ফলতার চণ্ডীদেউল গ্রামে।

জানা গিয়েছে, আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করতেন অরবিন্দ সামন্ত। সম্প্রতি ব্যবসায় মন্দা দেখা দেয়। সাংসারিক অভাব-অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘ দিন ধরেই। গত মঙ্গলবার পরিবারের তিন সদস্য একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পরে লোক জানাজানি হলে মা, ছেলে ও বাবাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ৫৬ বছরের শোভাকে মৃত বলে ঘোষণা করেন। শোভার স্বামী অরবিন্দ এবং প্রতিবন্ধী ছেলে জয়ন্ত আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শোভার দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে জানান, কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poison Diamond Harbour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE