Advertisement
১৮ মে ২০২৪

উদ্বোধনী খেলায় জিতল ইয়ং স্টার

জমজমাট অনুষ্ঠান দিয়ে শুরু হল শতবর্ষপ্রাচীন কারমাইকেল শিল্ড। খোদ ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত এই শিল্ডের উদ্বোধনী খেলায় ইয়ং স্টার ক্লাব ২-০ গোলে হারাল ভ্রাতৃ সঙ্ঘকে।

খেলা চলছে ভ্রাতৃ সঙ্ঘ ও ইয়ং স্টারের মধ্যে।—নিজস্ব চিত্র।

খেলা চলছে ভ্রাতৃ সঙ্ঘ ও ইয়ং স্টারের মধ্যে।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০১:৩১
Share: Save:

জমজমাট অনুষ্ঠান দিয়ে শুরু হল শতবর্ষপ্রাচীন কারমাইকেল শিল্ড। খোদ ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত এই শিল্ডের উদ্বোধনী খেলায় ইয়ং স্টার ক্লাব ২-০ গোলে হারাল ভ্রাতৃ সঙ্ঘকে।

এ বার কারমাইকেল শিল্ড নিয়ে কয়েক দিন ধরেই বসিরহাটবাসীর মধ্যে উৎসাহ তৈরি হচ্ছিল। শিল্ডের প্রথম দিনের খেলা দেখতে স্টেডিয়াম পুরো না ভরলেও দর্শক উপস্থিতি ছিল যথেষ্ট। ম্যাচ শুরুর আগে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘বসিরহাট স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়ামে পরিণত করা হবে। তার পর বারাসত স্টেডিয়ামের মতো এখানেও কলকাতার বড় দলগুলির খেলা দেওয়া হবে।’’ মন্ত্রীর এই আশ্বাসে উপস্থিত দর্শকদের মধ্যে খুশি ছড়িয়ে পড়ে। এ দিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের কর্তা অভিজিৎ ঘোষ, জেলার এসপি তন্ময় রায়চৌধুরী, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অলোক দাস-সহ প্রশাসন ও খেলার মাঠের সঙ্গে যুক্ত অনেকে।

এ দিনের খেলার দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গোল দু’টি করেন আশরাফুল মণ্ডল ও চিত্তগ্রীব রায়চৌধুরী। দু’টি দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও গোলসংখ্যা হয়নি। খেলাটি পরিচালনা করেন উত্তম ভট্টাচার্য়, রুহুল আমিন, মোকাব্বেল গাজি এবং স্বপন বিশ্বাস। ম্যাচের সেরা হন ইয়ং স্টারের সঞ্জিত মালি। তাঁর হাতে ট্রফি, মোবাইল এবং এক হাজার টাকার নোটের আদলে তৈরি রূপোর স্মারক তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস জানান, কারমাইকেল শিল্ডের উপরের অংশে রাণির মাথার মুকুটের অংশ থাকায় কলকাতার ব্রিটিশ কাউন্সিল বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। প্রতি খেলায় সেরা ফুটবলারকে পুরষ্কৃত করা হবে। চ্যাম্পিয়ন দল শিল্ড ছাড়াও পাবে নগদ ৭৫ হাজার টাকা। রানার্স দল পাবে ট্রফি-সহ নগদ ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় পাবেন একটি মোটরবাইক। প্রতিযোগিতার ফাইনাল হবে ৪ জুলাই। আজ, সোমবার দুপুরে শিল্ডের দ্বিতীয় খেলায় বসিরবাট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রান্তিক ক্লাব ও নিউ বানী সঙ্ঘ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basirhat Football Barasat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE