Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফুল তোলার ছোট্ট হাত উড়ল বোমায়

ওইটুকু মেয়ে কী আর বোঝে! গোল জিনিসটা হাত থেকে নামিয়ে রাখে পায়ের কাছে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ। ধোঁয়া। আর্তনাদ। বোমা ফেটেছে বুঝতে পেরে ছুটে আসেন আশেপাশের লোকজন।

আতঙ্ক: উপরে, পৌলমীর (নীচে বাঁ দিকে) ঠাকুমা ও পিসি। নীচে ডান দিকে, জখম দাদু। নিজস্ব চিত্র

আতঙ্ক: উপরে, পৌলমীর (নীচে বাঁ দিকে) ঠাকুমা ও পিসি। নীচে ডান দিকে, জখম দাদু। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাড়োয়া শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০২:৩৫
Share: Save:

ভোর বেলা ফুল তুলতে বেরিয়েছিল ছোট্ট মেয়েটা। রাস্তার পাশে পড়ে থাকা গোলা জিনিসটা বল ভেবেই তুলে নিয়ে বাড়ি আসে। সাত বছরের মেয়ের হাতে জিনিসটা দেখে আঁতকে ওঠেন বাবা। ‘ওরে ওটা হাত থেকে ফেল’— চিৎকার করে ওঠেন বাবা-দাদুরা।

ওইটুকু মেয়ে কী আর বোঝে! গোল জিনিসটা হাত থেকে নামিয়ে রাখে পায়ের কাছে। সঙ্গে সঙ্গে বিকট শব্দ। ধোঁয়া। আর্তনাদ। বোমা ফেটেছে বুঝতে পেরে ছুটে আসেন আশেপাশের লোকজন। দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছে পৌলমী হালদার। মাটি ভেসে যাচ্ছে রক্তে। তারই মধ্যে কচি হাতের কয়েকটা ছিন্নভিন্ন আঙুল পড়ে। বিস্ফোরণের অভিঘাতে ছিটকে পড়েন পৌলমীর বাবা-দাদুরাও।

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, হাড়োয়ার গোপালপুর দক্ষিণ হালদারপাড়ায়। জখম হয়েছেন পৌলমীর বাবা শম্ভু এবং দাদু হরেকৃষ্ণও। পৌলমীর ডান হাতটা কনুইয়ের নীচ থেকে উড়ে গিয়েছে। তাকে পাঠানো হয়েছে আরজিকরে। বাকিদের চিকিৎসা হয় হাড়োয়া হাসপাতালে। কোথা থেকে বোমা এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

শম্ভুর পোলট্রির ব্যবসা। স্ত্রী দীপালি এবং দুই মেয়ে পল্লবী-পৌলমীকে নিয়ে সংসার। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ৬টা নাগাদ ফুল তুলতে বেরিয়েছিল পৌলমী। পাশেই বিজেপির পঞ্চায়েত প্রার্থী কালিকাপ্রসাদ দাসের বাড়ি। সেখানেই গিয়েছিল মেয়েটি। বাড়ির সামনে বড় রাস্তার কাছে নলকূপের পাশে প্লাস্টিকের মধ্যে জড়ানো ছিল বোমাটি। খেলার জিনিস মনে করে সেটাই নিয়ে আসে পৌলমী।

এ দিকে, ঘটনাস্থলে গেলে পুলিশকে বিক্ষোভের মধ্যে পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ করে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুড়েছিল। সে সময়ে সেটি ফাটেনি। কিন্তু পরে সেটি ফেটে মাসুল গুনতে হচ্ছে ছোট্ট মেয়েটাকে। তৃণমূলের অবশ্য দাবি, পরাজয় নিশ্চিত জেনে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’

কালিপ্রসাদবাবু বলেন, ‘‘মনোনয়ন প্রত্যাহারের জন্য তৃণমূল নানা ভাবে হুমকি দিচ্ছে। এমনকী, বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। এ দিন ভোরে বাড়ি লক্ষ করে ওরাই বোমা ছোড়ে। সেটি পড়ে গিয়ে ফেটে এই বিপত্তি।’’ স্থানীয় বাসিন্দা রজতবরণ সাহা, অনুপ সরকাররা জানালেন, ক’দিন আগে একজন বিজেপি নেতার ঘরের মধ্যে বোমা ফেটেছিল। জখম হন এক শিশু-সহ ওই নেতা। বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে কয়েকজন আহত হয়। এ বার বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হল। বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলির অবশ্য বক্তব্য, ‘‘তৃণমূল উন্নয়নের আদর্শে বিশ্বাস করে। তারা বোমা-গুলি ছোড়ে না। ওদের নিজেদের বানানো বোমা ফেটে এই কাণ্ড।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE