প্রেমিকার সঙ্গে গোলমালের জেরে গলায় গামছার ফাঁস জড়িয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠল। মৃতের পরিবারের লোকজনের দাবি, মৃত্যুর আগে পর্যন্ত ওই যুবক ফোনে প্রেমিকার সঙ্গেই কথা বলছিল। ঝুলে থাকা অবস্থায় যুবকের কানে হেডফোন মেলে। প্যান্টের পকেটে ছিল মোবাইল।
বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ অশোকনগর থানার গুমা প্রমোদনগর এলাকার ঘটনার। মৃতের নাম রিঙ্কু হালদার (২১)। তাঁর বাবা হরলাল রাতেই থানায় বছর সতেরোর ওই নাবালিকার বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন। পুলিশ মেয়েটিকে আটক করেছে। তাকে শুক্রবার জুভেনাইল আদালতে পাঠানো হয়। রিঙ্কুর দেহ ময়নাতদম্তে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রমোদনগরের ওই মেয়েটির সঙ্গে দু’বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল রিঙ্কুর। সম্প্রতি দু’জনের সম্পর্কে চিড় ধরে। অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়েটি, এমন অভিযোগ রিঙ্কুর বাড়ির লোকজনের। তা নিয়েই অশান্তি।