সম্প্রীতির ভাইফোঁটার আয়োজন করল হাসনাবাদ বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। শুক্রবার সকালে হাসনাবাদে কাটাখালি নদীর ধারে প্রায় দু’শো পথশিশুকে ফোঁটা দিল প্রিয়াঙ্কা সাহা, সনিয়া পারভিনরা। ভাইদের হাতে তারা তুলে দিল নতুন পোশাকও।
ফোঁটা দিয়ে সনিয়া পারভিন বলে, ‘‘আমরা দুই ভাইবোন। ভাইকে প্রতি বছরই ফোঁটা দিই। এ বারে এক সঙ্গে এত জন ভাইকে ফোঁটা দিতে পেরে দারুণ লাগছে।’’ পূজা গুপ্ত বলে, ‘‘আমরা দুই বোন। ভাই না থাকায় খুব খারাপ লাগে। এখানে এত জন ভাইকে ফোঁটা দিতে পেরে আনন্দ হচ্ছে।’’
বছর বারোর নজরুল গাজি, সুভাষ বসুরা ফোঁটার উপহার হিসেবে নতুন জামাকাপড় পেয়ে স্বভাবতই উৎফুল্ল। তাদের কথায়, আমাদের বোন নেই। অভাবের পরিবার। আমাদের কেউ ফোঁটা দেয় না। আজ এখানে বোনদের কাছ থেকে ফোঁটা পেয়ে খুব আনন্দ হল।